কেএল রাহুলের আউট নিয়ে শুরু বিতর্ক! ব্যাটে নাকি বলই লাগেনি? প্রশ্নের মুখে ডিআরএস সিস্টেম

টেস্টের প্রথম দিনেই বিতর্ক। 

শুক্রবার থেকে শুরু হয়েছে পার্থ টেস্ট, মুখোমুখি ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia)। আর এদিন প্রথম ইনিংসে কেএল রাহুলের আউট নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। ভারতীয় ওপেনার আদৌ আউট ছিলেন কিনা এবং তাঁর আউটের রিভিউ সঠিকভাবে দেখানো হয়েছে কিনা তা নিয়েই নেট দুনিয়ায় চর্চা শুরু হয়ে গেছে।

তবে প্রাক্তন আম্পায়ার সাইমন টাফেল দাবি করেছেন, রাহুলকে আউট দেওয়ার সিদ্ধান্তে কোনওরকম ভুল ছিল না। রোহিত শর্মা প্রথম টেস্টে না খেলায় শুক্রবার, ওপেন করতে নামেন রাহুল। পরপর তিন উইকেট পড়ে গেলেও রাহুলকে বেশ ভালো ছন্দে খেলতে দেখা যাচ্ছিল। মোট তিনটি চার মারেন তিনি।

Latest Videos

কিন্তু খেলার ২৩ তম ওভারে বল করতে আসেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল মার্শ। এই ওভারের দ্বিতীয় বলটি রাহুলের ব্যাটের খুব কাছ ঘেঁষে সোজা চলে যায় উইকেটকিপার অ্যালেক্স কেরির হাতে। সঙ্গে সঙ্গেই আউটের আবেদন করে অজি ব্রিগেড। যদিও মাঠে থাকা আম্পায়ার নট আউট দেন। আর তখনই ডিআরএস-এর সাহায্য নেয় অস্ট্রেলিয়া।

সেই রিভিউতে দেখা যায় যে, সামান্য স্পাইক রয়েছে। অর্থাৎ, ব্যাটে কিছুটা লেগেছে। কিন্তু বল লেগে সেই স্পাইক হয়েছে, নাকি ব্যাটে লেগে হয়েছে সেটা আবার বোঝা যায়নি। অধিকাংশ ডিআরএস-এর ক্ষেত্রে ব্যাটারের প্যাডও দেখা যায় রিভিউতে। কিন্তু পার্থ টেস্টে আবার সেই প্রযুক্তি নেই। ফলে, বিতর্ক জিইয়ে রেখেই আউট দিয়ে দেন থার্ড আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ। এরপর রাহুল নিজেও আউট হয়ে বেশ অসন্তোষ প্রকাশ করেন।

তাঁর মতে, ব্যাট প্যাডে লেগেছিল বলে শব্দ হয়েছে। কিন্তু ব্যাটে-বলে টাচ হয়নি। যদিও প্রাক্তন এলিট আম্পায়ার সাইমন টাফেলের মতে, দুবার স্পাইক দেখা গেছে। প্রথমবার ব্যাটে বল লাগার, দ্বিতীয়বার প্যাডে ব্যাট লাগার। তা সত্ত্বেও রাহুলের (KL Rahul) আউট নিয়ে বিতর্ক যেন কিছুতেই থামছে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?