পারথে অধিনায়ক বুমরার দাপটে ম্যাচে ফিরল ভারত, প্রথম দিনের শেষে চাপে অস্ট্রেলিয়া

বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম দিন ভারতের ব্যাটাররা ভালো পারফরম্যান্স দেখাতে না পারলেও, বোলারদের দাপটে দিনের শেষে সুবিধাজনক জায়গায় ভারতীয় দল।

ঘাসে ভরা উইকেট। পেসের সঙ্গে বাউন্সও আছে। এই উইকেটে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ঠিক করেছেন কি না, এই প্রশ্ন যখন উঠছিল, তখন ব্যক্তিগত পারফরম্যান্সের মাধ্যমে যাবতীয় সমালোচনা থামিয়ে দিলেন পারথ টেস্ট ম্যাচে ভারতীয় দলের অধিনায়ক জসপ্রীত বুমরা। দিনের শেষে তাঁর নামের পাশে ৪ উইকেট। ১০ ওভার বোলিং করে ৩ মেডেন-সহ ১৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন ভারতের অধিনায়ক। তাঁর শিকার হয়েছেন উসমান খাজা, নাথান ম্যাকসুইনি, স্টিভ স্মিথ ও প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার মাটিতে ফের ভালো বোলিং করলেন মহম্মদ সিরাজ। এই পেসার ৯ ওভার বোলিং করে ৬ মেডেন-সহ ১৭ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। এদিনই টেস্ট অভিষেক করা হর্ষিত রানা ৮ ওভার বোলিং করে ১ মেডেন-সহ ৩৩ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৭ উইকেটে ৬৭। ভারতীয় দল ৮৩ রানে এগিয়ে। দ্বিতীয় দিন সকালে দ্রুত অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ করে দিতে পারলে আরও ভালো জায়গায় পৌঁছে যাবে ভারতীয় দল।

পারথ টেস্টের প্রথম দিন পেসারদের দাপট

Latest Videos

পারথ স্টেডিয়ামে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম দিন ২ দল মিলিয়ে ১৭ উইকেট পড়ল। টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ১৫০ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল। অভিষেক টেস্টে ৮ নম্বরে ব্যাটিং করতে নেমে ৫৯ বলে ৪১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন নীতীশ কুমার রেড্ডি। ঋষভ পন্থ করেন ৩৭ রান। ওপেনার কে এল রাহুল করেন ২৬ রান। ধ্রুব জুরেল করেন ১১ রান। ভারতের অন্য কোনও ব্যাটার ২ অঙ্কের রান করতে পারেননি। অস্ট্রেলিয়ার হয়ে ২৯ রান দিয়ে ৪ উইকেট নেন জশ হ্যাজেলউড। ১৪ রান দিয়ে ২ উইকেট নেন মিচেল স্টার্ক। ১২ রান দিয়ে ২ উইকেট নেন মিচেল মার্শ। ৬৭ রান দিয়ে ২ উইকেট নেন কামিন্স।

ফের ব্যর্থ বিরাট কোহলি

২০১৮ সালে পারথ স্টেডিয়ামে প্রথম টেস্ট ম্যাচে শতরান করেছিলেন বিরাট কোহলি। কিন্তু শুক্রবার ১২ বল খেলে মাত্র ৫ রান করেই আউট হয়ে যান এই তারকা ব্যাটার। তিনি ফের ব্যর্থ হওয়ায় সমালোচনার মাত্রা বেড়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'২৩ রানের জন্য ফেরারি পেলে না,' ত্রিশতরান হারানোয় ছেলে আর্যবীরকে বার্তা সেহওয়াগের

অস্ট্রেলিয়ায় কত দামে বিক্রি হচ্ছে বিরাট কোহলির ব্যাট? লজ্জা পাবে আইফোন ১৬ প্রো ম্যাক্সও

IND vs AUS: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় লড়াইয়ের আগেই টিম ইন্ডিয়ার জন্য সুখবর

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Nadia-এ ডাম্পিং গ্রউন্ড ঘিরে বিতর্ক! থানায় আটক বিজেপি বিধায়ক! দেখুন | Nadia News Today
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র