Border Gavaskar Trophy: মেলবোর্নে প্রথম একাদশে একাধিক বদল? ওপেনিংয়ে ফিরতে পারেন রোহিত!

Published : Dec 25, 2024, 04:30 PM IST
border Gavaskar Trophy 2024 ind vs Aus Melbourne Team India will win as much as 4th test under any circumstances

সংক্ষিপ্ত

এমনিতে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচে ছিলেন না রোহিত। তাঁর জায়গায় ওপেন করতে এসে দুর্দান্ত ইনিংস খেলেন কেএল রাহুল। 

আবারও কি পরীক্ষানিরীক্ষা? নাকি বক্সিং ডে টেস্টে ভারতীয় দল ফিরতে পারে সেই পুরনো ফর্মুলায়?

সূত্রের খবর, শেষ দুটি টেস্টে ৬ নম্বরে নেমে বিফল হওয়ার জেরে মেলবোর্নে ফের ওপেনিংয়ে ফিরতে পারেন অধিনায়ক রোহিত শর্মা। এছাড়াও দলে একাধিক বদল আসারও সম্ভাবনা রয়েছে।

এমনিতে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচে ছিলেন না রোহিত। তাঁর জায়গায় ওপেন করতে এসে দুর্দান্ত ইনিংস খেলেন কেএল রাহুল। প্রথম টেস্টে বেশ নজর কেড়েছিলেন রাহুল-জয়সওয়াল জুটি। ফলে, রোহিত ফেরার পরও সেই ওপেনিং জুটিতে আর বদল করা হয়নি।

অ্যাডিলেড এবং ব্রিসবেনে রোহিত ব্যাট করতে নামেন ৬ নম্বরে। কিন্তু দুটি টেস্টেই চূড়ান্ত ব্যর্থ হন ভারত অধিনায়ক। শোনা যাচ্ছে, মেলবোর্নে তিনি ফিরছেন নিজের সেই পছন্দের ওপেনিং স্লটে। টিম ম্যানেজমেন্ট মনে করছে, রোহিতকে ৬ নম্বরে ব্যাটিং করানোটাই রীতিমতো অর্থহীন।

ভারতীয় শিবির সূত্রে জানা যাচ্ছে, মেলবোর্নে দুজন স্পিনার খেলানো হতে পারে। আসলে এই মুহূর্তে মেলবোর্নে পুরো খটখটে রোদ। প্রথম ২-৩ দিন সামান্য বৃষ্টির পূর্বাভাস থাকলেও ম্যাচের বেশিরভাগ সময় চড়া রোদই থাকার কথা। তার উপর পিচে আবার ৬ মিলিমিটার ঘাসও রয়েছে। সেই ঘাস শুকিয়ে গেলে শেষদিকে স্পিনাররা সাহায্য পেতে পারেন বলেও মনে করা হচ্ছে।

এদিকে টিম ইন্ডিয়া দুই স্পিনারের ফর্মুলায় গেলে গিল বা নীতীশ কুমার রেড্ডির বদলে দলে ঢুকতে পারেন ওয়াশিংটন সুন্দর। এমনিতেই চলতি সিরিজে ফর্মের বিচারে নীতীশ গিলের থেকে অনেকটাই এগিয়ে আছেন তিনি। ফলে, নিতান্তই যদি সুন্দরকে খেলাতে হয়, সেক্ষেত্রে গিল বাদ পড়ার প্রবল সম্ভাবনা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-২০ ম্যাচে ফের ব্যর্থ, কতদিন শুবমান গিলকে বয়ে বেড়াবে দল?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: ফের ব্যর্থ শুবমান, দ্বিতীয় টি-২০ ম্যাচে হার ভারতের