Border Gavaskar Trophy: মেলবোর্নে প্রথম একাদশে একাধিক বদল? ওপেনিংয়ে ফিরতে পারেন রোহিত!

এমনিতে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচে ছিলেন না রোহিত। তাঁর জায়গায় ওপেন করতে এসে দুর্দান্ত ইনিংস খেলেন কেএল রাহুল। 

আবারও কি পরীক্ষানিরীক্ষা? নাকি বক্সিং ডে টেস্টে ভারতীয় দল ফিরতে পারে সেই পুরনো ফর্মুলায়?

সূত্রের খবর, শেষ দুটি টেস্টে ৬ নম্বরে নেমে বিফল হওয়ার জেরে মেলবোর্নে ফের ওপেনিংয়ে ফিরতে পারেন অধিনায়ক রোহিত শর্মা। এছাড়াও দলে একাধিক বদল আসারও সম্ভাবনা রয়েছে।

Latest Videos

এমনিতে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচে ছিলেন না রোহিত। তাঁর জায়গায় ওপেন করতে এসে দুর্দান্ত ইনিংস খেলেন কেএল রাহুল। প্রথম টেস্টে বেশ নজর কেড়েছিলেন রাহুল-জয়সওয়াল জুটি। ফলে, রোহিত ফেরার পরও সেই ওপেনিং জুটিতে আর বদল করা হয়নি।

অ্যাডিলেড এবং ব্রিসবেনে রোহিত ব্যাট করতে নামেন ৬ নম্বরে। কিন্তু দুটি টেস্টেই চূড়ান্ত ব্যর্থ হন ভারত অধিনায়ক। শোনা যাচ্ছে, মেলবোর্নে তিনি ফিরছেন নিজের সেই পছন্দের ওপেনিং স্লটে। টিম ম্যানেজমেন্ট মনে করছে, রোহিতকে ৬ নম্বরে ব্যাটিং করানোটাই রীতিমতো অর্থহীন।

ভারতীয় শিবির সূত্রে জানা যাচ্ছে, মেলবোর্নে দুজন স্পিনার খেলানো হতে পারে। আসলে এই মুহূর্তে মেলবোর্নে পুরো খটখটে রোদ। প্রথম ২-৩ দিন সামান্য বৃষ্টির পূর্বাভাস থাকলেও ম্যাচের বেশিরভাগ সময় চড়া রোদই থাকার কথা। তার উপর পিচে আবার ৬ মিলিমিটার ঘাসও রয়েছে। সেই ঘাস শুকিয়ে গেলে শেষদিকে স্পিনাররা সাহায্য পেতে পারেন বলেও মনে করা হচ্ছে।

এদিকে টিম ইন্ডিয়া দুই স্পিনারের ফর্মুলায় গেলে গিল বা নীতীশ কুমার রেড্ডির বদলে দলে ঢুকতে পারেন ওয়াশিংটন সুন্দর। এমনিতেই চলতি সিরিজে ফর্মের বিচারে নীতীশ গিলের থেকে অনেকটাই এগিয়ে আছেন তিনি। ফলে, নিতান্তই যদি সুন্দরকে খেলাতে হয়, সেক্ষেত্রে গিল বাদ পড়ার প্রবল সম্ভাবনা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

বড়দিনের সন্ধ্যায় কলকাতার পার্ক স্ট্রিটে জনজোয়ার | Park Street Christmas | Kolkata News
Daily Horoscope: ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল
Narendra Modi : বড়দিনের অনুষ্ঠানে মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সকলকে জানালেন শুভেচ্ছা
জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! | Duttapukur News | Kolkata
জঙ্গি গ্রেফতারির পর কড়া নজিরদারি Canning-এ! পেশ করা হলো হোটেল মালিকদের জন্য নতুন নিয়ম | Canning News