Border-Gavaskar Trophy: পার্থে বৃষ্টি কিন্তু পিচে থাকবে বাউন্স! বিরাটদের লাভ না ক্ষতি?

Published : Nov 21, 2024, 12:10 AM IST
Border-Gavaskar Trophy

সংক্ষিপ্ত

শুরু হতে চলেছে বর্ডার-গাভাসকার ট্রফি। 

প্রথম খেলাই অনুষ্ঠিত হবে পার্থে। কিন্তু সেখানে হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে। কিন্তু এই সময় বৃষ্টি সাধারণত হয়না। তাই অবাক সকলেই। পার্থের পিচ প্রস্তুতকারক আইজাক ম্যাকডোনাল্ডকে জানিয়েছেন, পিচ তৈরিতেও ব্যাপক সমস্যা তৈরি হয়েছে। তবে তারপরেও প্রথম টেস্টের পিচে যথেষ্ট বাউন্স এবং গতি থাকবে বলেই জানিয়েছেন ম্যাকডোনাল্ড।

যা বেশ সমস্যায় ফেলতে পারে ভারতীয় ব্যাটারদের। উল্টোদিকে আবার সুবিধা পেতে পারে ভারতীয় পেসাররা। আগে অবশ্য পার্থে খেলা হত ওয়াকা স্টেডিয়ামে। তবে এখন খেলা হয় অপ্টাস স্টেডিয়ামে। উল্লেখযোগ্য বিষয় হল, দুটি মাঠের পিচেই গতি এবং বাউন্স বেশ ভালোই দেখতে পাওয়া যায়। এদিকে আবার আবহাওয়া শুকনো থাকার দরুণ, অনেক সময়েই পিচে ফাটল লক্ষ্য করা যায়।

যে পিচ থেকে স্পিনাররাও বেশ সাফল্য পায়। কিন্তু বৃষ্টির কারণে মঙ্গলবার, সারাদিন পিচ ঢাকা ছিল। যা বেশ কঠিন সমস্যায় ফেলেছে পিচ প্রস্তুতকারক ম্যাকডোনাল্ডকে। পিচ তৈরি করার জন্য অনেকটাই কম সময় পেয়েছেন তিনি। ম্যাকডোনাল্ডের কথায়, “পার্থে যেভাবে পিচ তৈরি করা হয়, এবার সেইভাবে করা যায়নি। মঙ্গলবার সারা দিন পিচ ঢেকে রাখতে হয়েছিল আমাদের। তাই বুধবার, কিছুটা আগে থেকেই কাজ শুরু করা হয়েছিল। আশা করছি রোদ উঠবে।”

তাই মনে করা হচ্ছে যে, টেস্ট শুরু হওয়ার পর পাঁচদিন খেলা হলেও পিচ ভাঙবে না। ম্যাকডোনাল্ড জানিয়েছেন, আবহাওয়ার কারণে পিচ ভাঙার খুব একটা সমস্যা হবে না। প্রথম দিনের থেকে পিচ বেশ কিছুটা খারাপ হবে বলেই মনে করা হচ্ছে। কিন্তু সেটা খুব একটা প্রভাব ফেলবে না বলেই মনে করছেন তিনি।

শুধু তাই নয়, পিচে ঘাস থাকবে। সেইসঙ্গে, আবার বাউন্সও থাকবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে