ভাঙা আঙুল নিয়েই কি পারথ টেস্টে খেলবেন শুবমান গিল? কী জানালেন মর্নি মর্কেল?

শুক্রবার শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফি। টানা তৃতীয়বার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ের লক্ষ্যে ভারতীয় দল। অধিনায়ক রোহিত শর্মাকে ছাড়াই পারথে সিরিজের প্রথম টেস্ট ম্যাচের জন্য তৈরি হচ্ছে ভারতীয় দল।

Soumya Gangully | Published : Nov 20, 2024 9:56 AM IST
18
শুক্রবার শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ, তার আগে ভারতীয় দল নিয়ে খবর দিলেন বোলিং কোচ মর্নি মর্কেল

শুক্রবার শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফি। সিরিজের প্রথম টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগে দল নিয়ে বিস্তারিত খবর দিলেন ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল।

28
কয়েকদিন আগেই অনুশীলনে আঙুল ভেঙে গিয়েছে, প্রথম টেস্টের আগে ফুট হতে পারবেন শুবমান গিল?

কয়েকদিন আগে পারথের ওয়াকা স্টেডিয়ামে ম্যাচ পরিস্থিতিতে অনুশীলনের সময় শুবমান গিলের হাতের বুড়ো আঙুল ভেঙে গিয়েছে। ফলে এই ব্যাটার পারথ টেস্ট ম্যাচে খেলতে পারবেন কি না স্পষ্ট নয়।

38
পারথ টেস্ট ম্যাচে শুবমান গিলের খেলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না মর্নি মর্কেল

পারথ টেস্ট ম্যাচে শুবমান গিলের খেলার সম্ভাবনা প্রসঙ্গে ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মর্কেল জানিয়েছেন, ‘প্রতিদিন উন্নতি করছে শুবমান। প্রস্তুতি ম্যাচে ও গুরুতর চোট পেয়েছিল। আমরা রোজ ওর উন্নতির দিকে নজর রাখছি। সেই উন্নতিই আমাদের আশা বাড়াচ্ছে। টেস্ট দিন সকালে আমরা সিদ্ধান্ত নেব।’

48
পারথ টেস্ট ম্যাচে শুবমান গিল খেলতে পারলে ভারতীয় দলের ব্যাটিং বিভাগের শক্তি বাড়বে

চোট সারিয়ে সম্পূর্ণ ফিট হয়ে উঠতে পারলে পারথ টেস্ট ম্যাচে হয়তো তিন নম্বরে ব্যাটিং করবেন শুবমান গিল। তিনি খেলতে পারলে ভারতীয় দলের ব্যাটিং বিভাগ শক্তিশালী হয়ে উঠবে।

58
ভাঙা আঙুল নিয়ে অবশ্য শুবমান গিলের পক্ষে পারথ টেস্ট ম্যাচে খেলা কঠিন

চিকিৎসকদের মতে, আঙুল ভেঙে গেলে অন্তত ১৪ দিনের আগে অনুশীলন শুরু করা সম্ভব নয়। ফলে পারথ টেস্ট ম্যাচে শুবমান গিলের খেলার সম্ভাবনা দেখা যাচ্ছে না।

68
অ্যাডিলেডে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারতীয় দলে ফিরতে পারেন শুবমান গিল

পারথ টেস্ট ম্যাচে খেলার সম্ভাবনা কার্যত না থাকলেও, অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলতে পারেন শুবমান গিল।

78
অতীতে অস্ট্রেলিয়া সফরে অসাধারণ পারফরম্যান্সের জন্যই শুবমান গিলকে খেলাতে মরিয়া ভারতীয় দল

২০২০-২১ মরসুমে অস্ট্রেলিয়া সফরে ব্রিসবেনের দ্য গাব্বায় ৯১ রানের অসাধারণ ইনিংস খেলে ভারতীয় দলের জয় নিশ্চিত করেন শুবমান গিল। এই কারণেই এবার তাঁকে খেলাতে মরিয়া ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

88
ফিট হয়ে উঠে এবারের অস্ট্রেলিয়া সফরেও ভালো পারফরম্যান্সের লক্ষ্যে শুবমান গিল

যত দ্রুত সম্ভব ফিট হয়ে ওঠার চেষ্টা করছেন শুবমান গিল। ফের অস্ট্রলিয়ার মাটিতে টেস্ট ম্যাচে বড় রান করাই তাঁর লক্ষ্য।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos