তিলক-সঞ্জুর ঝোড়ো শতরান, ওয়ান্ডারার্সে একের পর এক রেকর্ড ভারতীয় দলের

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে ৩-১ জয় পেয়েছে ভারতীয় দল। শুক্রবার জোহানেসবার্গের দ্য ওয়ান্ডারার্স স্টেডিয়ামে সিরিজের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে দুরমুশ করেছেন সঞ্জু স্যামসন, তিলক ভার্মারা।

Soumya Gangully | Published : Nov 16, 2024 6:55 AM IST
15
একের পর এক রেকর্ড গড়ে চতুর্থ টি-২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিল ভারতীয় দল

ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যে টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজের চতুর্থ এবং শেষ ম্যাচটি জোহানেসবার্গের দ্য ওয়ান্ডারার্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। টস জিতে ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব ব্যাটিং বেছে নেন। ক্রিজে নেমে টিম ইন্ডিয়া রানের বন্যা বইয়ে দেয়। তিলক ভার্মা ও সঞ্জু স্যামসন শতরান হাঁকান। এর ফলে ভারতীয় দল টি-টোয়েন্টি ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের সর্বোচ্চ স্কোরটি করে।

25
জোহানেসবার্গের দ্য ওয়ান্ডারার্স স্টেডিয়াম মাতিয়ে দিলেন তিলক ভার্মা

জোহানেসবার্গে তিলক ভার্মার শো চলল। তিনি ক্রিজে আসার পর থেকে তিলক.. তিলক.. তিলক.. ধ্বনি শোনা গেল। দক্ষিণ আফ্রিকায় এই ২২ বছর বয়সি তরুণ ভারতীয় ব্যাটারের খেলার বর্ণনা অসম্ভব। আবারও একই ধরনের ইনিংস খেললেন তিনি। সেঞ্চুরিয়নে প্রথম শতরান হাঁকানোর পর, দ্য ওয়ান্ডারার্স স্টেডিয়ামে তিলক তাঁর দ্বিতীয় টি-টোয়েন্টি আন্তর্জাতিক শতরান করলেন। দক্ষিণ আফ্রিকার বোলারদের ভয় দেখিয়েছেন তিলক। দুর্দান্ত খেলার মাধ্যমে দক্ষিণ আফ্রিকার বোলিং লাইন-আপকে তিনি ধ্বংস করে দিয়েছেন। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে পরপর দুটি সেঞ্চুরি হাঁকানো দ্বিতীয় ভারতীয় খেলোয়াড় হিসেবে তিনি নাম লেখালেন। ওয়ান্ডারার্সে অনুষ্ঠিত ভারত-দক্ষিণ আফ্রিকার চতুর্থ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে তিলক মাত্র ৪১ বলে শতরান পূর্ণ করেন।

35
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টানা দ্বিতীয় ম্যাচে শতরান করে নায়ক তিলক ভার্মা

তিন নম্বরে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই চার-ছক্কার বৃষ্টি শুরু করেন তিলক ভার্মা। একদিকে সঞ্জু স্যামসন চার-ছক্কা হাঁকাচ্ছিলেন, অন্যদিকে তিলকও একই স্টাইলে ব্যাট করছিলেন। একটা সময় মনে হচ্ছিল সঞ্জুর আগেই শতরান করে ফেলবেন তিলক। ২৫০-এর বেশি স্ট্রাইক রেটে দক্ষিণ আফ্রিকার বোলারদের উপর ঝাঁপিয়ে পড়ে তিলক ১২০ রানের অপরাজিত ইনিংস খেলেন। তিলক মাত্র ৪১ বলে এই শতরান পূর্ণ করেন। তিলক এই ইনিংসে ১০টি ছক্কা এবং ৯টি চার মারেন। এই শতরান করার সুবাদে বেশ কিছু রেকর্ডও তিনি নিজের ঝুলিতে পুরলেন।

45
এবারের দক্ষিণ আফ্রিকা সফরেই আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারে প্রথম শতরান করলেন তিলক ভার্মা

তিলক ভার্মা পরপর দুটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে শতরান পূর্ণ করা পঞ্চম ব্যাটার হয়ে গেলেন। সঞ্জু স্যামসনের পর টানা দুই ম্যাচে টি-টোয়েন্টি শতরান হাঁকানো দ্বিতীয় ভারতীয় খেলোয়াড় হিসেবে তিনি এই গৌরব অর্জন করলেন। তিলকের আগে এই কীর্তি গড়েছিলেন গুস্তাভ ম্যাকেন, রিলি রুশো, ফিল সল্ট এবং সঞ্জু। তিলক তাঁর টি-টোয়েন্টি আন্তর্জাতিক কেরিয়ারে এখনও পর্যন্ত দুটি সেঞ্চুরি করেছেন। এই দুটিই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একই মাসে করেছেন।

55
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ও চতুর্থ ম্যাচে শতরান সঞ্জু স্যামসনের

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ ম্যাচে তিলক ভার্মার সঙ্গে সঞ্জু স্যামসনও দুর্দান্ত ব্যাটিং করেছেন। এই সিরিজের প্রথম ম্যাচে শতরান হাঁকানোর পর, চতুর্থ ম্যাচেও ১০০ রান পূর্ণ করেন সঞ্জু। ৫১ বলে এই শতরান পূর্ণ করেন সঞ্জু। মোট ৫৬ বল খেলে সঞ্জু ৯টি ছক্কা এবং ৬টি চার মারেন। ১০৯ রানে অপরাজিত থাকেন সঞ্জু। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সঞ্জুর এটি তৃতীয় শতরান। গত পাঁচ ইনিংসে তিনটি শতরান করা বিশেষ কৃতিত্বের। এই সিরিজের প্রথম ম্যাচে তিনি ১০৭ রানের ইনিংস খেলেছিলেন।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos