Jasprit Bumrah: যশপ্রীত বুমরার চোট ঠিক কতটা গুরুতর? বড় আপডেট দিলেন টিম ইন্ডিয়ার বোলিং কোচ

Published : Jul 26, 2025, 02:48 PM IST
Jasprit Bumrah: যশপ্রীত বুমরার চোট ঠিক কতটা গুরুতর? বড় আপডেট দিলেন টিম ইন্ডিয়ার বোলিং কোচ

সংক্ষিপ্ত

Jasprit Bumrah: বোলারদের কাজের চাপ কমানোর বিষয়েও ভাবনাচিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন দলের বোলিং কোচ মর্নি মর্কেল।

Jasprit Bumrah: ইংল্যান্ডের বিরুদ্ধে ওল্ড ট্র্যাফোর্ড চলছে চতুর্থ টেস্ট। কিন্তু ভারতের জন্য প্রধান উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে যশপ্রীত বুমরার চোট। ম্যাচের তৃতীয় দিনে, দ্বিতীয় নতুন বল নেওয়ার পর থেকেই বুমরা খোঁড়াতে খোঁড়াতে ড্রেসিংরুমের দিকে এগিয়ে যান। যদিও চা বিরতির আগেই তিনি ফিরে আসেন। কিন্তু সেই পুরনো ছন্দ এবং গতি ফিরে পাননি এই তারকা বোলার। আর তারপরই বুমরার সেই খোঁড়াতে খোঁড়াতে ড্রেসিংরুমে যাওয়ার ভিডিওটি কার্যত, ভাইরাল হয়ে যায়।

তবে যশপ্রীত বুমরার কোনও চোট লাগেনি বলে জানিয়েছেন ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল। তিনি বলেছেন, সিঁড়ি থেকে নামার সময় বুমরার পা একটু পিছলে গিয়ে গোড়ালিতে লাগে। তারপর তিনি হালকা ব্যথা অনুভব করেন। মহম্মদ সিরাজেরও মাঠের বাইরের একটি ছোট্ট গর্তে পা পড়ে গিয়ে একইভাবে ব্যথা লাগে। তবে দুজনেরই কোনও চোট লাগেনি বলে জানিয়েছেন ভারতীয় দলের বোলিং কোচ। সেইসঙ্গে, ম্যাঞ্চেস্টারের সমতল উইকেটে তেমন কোনও সাহায্য না পাওয়ার ফলে, ভারতীয় বোলাররা ক্লান্ত বলেও জানান তিনি।

 

 

খেলার তৃতীয় দিন, দ্বিতীয় নতুন বলটি নেওয়ার পর বুমরা গোড়ালিতে সামান্য ব্যথা অনুভব করেন। এমনকি, মাঠে নামার সময় তাঁর পা পিছলে যায়। সিরাজের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। তবে দুজনেরই কোনও চোট লাগেনি বলে জানা গেছে। কিন্তু ম্যাচের তৃতীয় দিন, পেসারদের আগের মতো শক্তি ছিল না বলে কার্যত, স্বীকার করে নেন মর্কেল। সেই কারণেই, বুমরার বলের গতিও কিছুটা কমে যায়। সাধারণত ১৪০ কিমি প্রতি ঘণ্টার বেশি গতিতে বল করেন বুমরা। কিন্তু তাঁর গতি কমে ১৩০, ১২০ কিমি প্রতি ঘণ্টায় নেমে আসে।

অন্যদিকে, বোলারদের কাজের চাপ কমানোর বিষয়েও ভাবনাচিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন দলের বোলিং কোচ মর্নি মর্কেল। ইংল্যান্ডের প্রথম ইনিংসে ২৮ ওভার বল করে ৯৫ রান দিলেও, মাত্র একটি উইকেট পান বুমরা। এদিকে ২৬ ওভার বল করে, ১১৩ রান দিয়ে একটি মাত্র উইকেট পান মহম্মদ সিরাজ। রবীন্দ্র জাদেজা ভারতের হয়ে সবচেয়ে বেশি ওভার বল করেন। ৩৩ ওভার বল করেন তিনি। 

ভারতের ৩৫৮ রানের জবাবে ৭ উইকেট হারিয়ে ৫৪৪ রান তোলে ইংল্যান্ড। তিন উইকেট হাতে রেখে ইংল্যান্ড এখন ১৮৬ রানে এগিয়ে আছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: বড় রান অস্ট্রেলিয়ার! দ্বিতীয় ইনিংসে চাপে জো রুটরা, ব্রিসবেনে লড়ছে ইংল্যান্ড
IND vs SA: জয়সওয়ালের দুরন্ত সেঞ্চুরি! সঙ্গে রোহিত-কোহলির যুগলবন্দী, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জিতল ভারত