MS Dhoni: 'আমার মেয়েও খেলাধূলা করতে চায় না,' সারা দেশের ফিটনেসের মান নিয়ে চিন্তিত ধোনি

Published : Jul 22, 2025, 02:42 PM ISTUpdated : Jul 22, 2025, 02:49 PM IST
MS Dhoni

সংক্ষিপ্ত

Fitness level of India: ভারতের বিভিন্ন শহরে শীতকালে ম্যারাথন (Marathon) আয়োজন করা হলেও, সামগ্রিকভাবে সারা দেশের মানুষকে ফিটনেস-সচেতন করে তোলা সম্ভব হয়নি। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)।

MS Dhoni Fitness: তিনি নিজে ৪৪ বছর বয়সেও শারীরিক সক্ষমতায় যে কোনও তরুণের সঙ্গে পাল্লা দিতে পারেন। কিন্তু তরুণ প্রজন্মের মধ্যে সেভাবে ফিটনেস-সচেতনতা দেখতে পাচ্ছেন না। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। তিনি নিজের শহর রাঁচিতে (Ranchi) এক অনুষ্ঠানে বলেছেন, ‘এখন শারীরিক কসরতের বা পরিশ্রমের পরিমাণ কমে যাচ্ছে। ফলে আমাদের ভারতীয়দের গড় ফিটনেসের মানও কমে যাচ্ছে। এমনকী আমার মেয়েও যথেষ্ট শারীরিক পরিশ্রম করে না। আমরা যেভাবে ওকে শারীরিকভাবে সক্রিয় রাখব বলে পরিকল্পনা করেছিলাম, সেরকম কিছু হচ্ছে না। ও বিশেষ খেলাধূলা করে না। এখন এরকমই হচ্ছে। অনেকেই খেলাধূলা করে না।’ ধোনি শুধু নিজের মেয়ের ফিটনেসের মান নিয়েই চিন্তিত নন, তিনি সামগ্রিকভাবে সারা দেশের ফিটনেসের মান নিয়েই উদ্বেগ প্রকাশ করেছেন।

এখন আইপিএল-এ বয়স্কতম ক্রিকেটার ধোনি

হাঁটুর চোটে ভুগলেও, এখনও আইপিএল-এ (IPL) চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) সবচেয়ে বড় ভরসা ধোনি। তিনি চোট নিয়েই খেলে চলেছেন। আগামী মরসুমের আইপিএল-এও খেলতে পারেন এই কিংবদন্তি। তাঁর দৌড়ের গতি হয়তো কিছুটা কমে গিয়েছে। ফিনিশার হিসেবে অতীতের মতো সাফল্য পাচ্ছেন না। তা সত্ত্বেও এখনও তরুণ ক্রিকেটারদের কাছে অনুপ্রেরণা ধোনি। তিনি এখন আইপিএল-এ সবচেয়ে বয়স্ক ক্রিকেটার। এই লিগের ইতিহাসে সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসেবে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন ধোনি। তিনি কখনও ফিটনেসের সঙ্গে আপস করেন না। তাঁর সাফল্যের খিদে একটুও কমেনি। কিন্তু তরুণ প্রজন্মের মধ্যে ফিটনেস-সচেতনতা দেখতে পাচ্ছেন না বলে হতাশ ধোনি।

কতদিন পেশাদার ক্রিকেট খেলবেন ধোনি?

২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও, এখনও আইপিএল-এ খেলে চলেছেন ধোনি। তিনি যতদিন খেলার মতো ফিট থাকবেন, ততদিন খেলা চালিয়ে যেতে পারেন। সিএসকে ম্যানেজমেন্ট কোনওভাবেই ধোনিকে ছাড়তে নারাজ। ফলে আগামী মরসুমের আইপিএল-এও নিশ্চিতভাবেই খেলবেন এই কিংবদন্তি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম