IND vs AUS: পারদ চড়ছে ব্রিসবেন টেস্টের, ভারতের প্রথম একাদশে নিয়ে মুখ খুললেন পূজারা

ব্রিসবেন টেস্টে হর্ষিত রানাকে বাদ দেওয়া উচিত বলে অনেকেই মনে করেন। 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেড টেস্টে ভারতের পরাজয়ের পর, ব্রিসবেন টেস্টের জন্য ভারতীয় একাদশে ঠিক কী পরিবর্তন আসবে, তা নিয়ে জল্পনা চলছে। নিজের অভিষেক টেস্টে ভালো খেললেও, দিন-রাতের পিঙ্ক বল টেস্টে হর্ষিত রানা খুব একটা ভালো পারফর্ম করনেনি। তাই তাঁকে প্রথম একাদশ থেকে বাদ দেওয়া হতে পারে বলেই অনেকে মনে করছেন। শোনা যাচ্ছে, তাঁর বদলে আকাশদীপ কিংবা প্রসিধ কৃষ্ণকে দলে নেওয়া হতে পারে।

এমনিতেই ব্রিসবেনের পিচে যথেষ্ট গতি এবং বাউন্স থাকবে। সেক্ষেত্রে প্রসিধ কৃষ্ণ ভালো খেলতে পারন বলেই অনেকের ধারণা। তবে ব্রিসবেন টেস্টে হর্ষিতকে দলে রাখা উচিত বলে মনে করেন প্রাক্তন ভারতীয় তারকা চেতেশ্বর পূজারা। ব্রিসবেন টেস্টের জন্য ভারতীয় দলে একটিমাত্র পরিবর্তন আসতে পারে বলে একটি সাক্ষাৎকারে জানিয়েছেন পূজারা।

Latest Videos

অ্যাডিলেডে ব্যাটিং ব্যর্থতার জেরে হার। তবে অশ্বিনের পরিবর্তে ওয়াশিংটন সুন্দরকে আসন্ন টেস্টের প্রথম একাদশে দেখা যেতে পারে বলে পূজারা মনে করছেন। গত অস্ট্রেলিয়া সফরে ব্রিসবেনে ৬২ রান করেছিলেন ওয়াশিংটন সুন্দর। 

তবে ব্রিসবেন টেস্টে হর্ষিতকে বাদ দেওয়া উচিত বলে অনেকেই মনে করছেন। কিন্তু পূজারার মতে, হর্ষিতকে অবশ্যই দলে রাখা উচিত। প্রথম টেস্টে হর্ষিত যথেষ্ট ভালো খেলেছিল। দ্বিতীয় টেস্টে খারাপ খেললেও হর্ষিতকে বাদ দেওয়া উচিত নয় বলেই মনে করছেন তিনি। তাঁর কথায়, হর্ষিত ভালো বোলার। একটি ম্যাচ খারাপ খেললেই তাঁকে বাদ দেওয়া ঠিক নয়।"

তবে টিম ম্যানেজমেন্ট কী সিদ্ধান্ত নেয়, সেটাও দেখার বিষয়। যদি ব্যাটিং বিভাগের উপর জোর দেওয়া হয়, তাহলে অশ্বিনের পরিবর্তে ওয়াশিংটন সুন্দরকে দলে নেওয়া হতে পারে বলে পূজারা জানিয়েছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

‘Mamata Banerjee West Bengal-কে জঙ্গিদের হাতে তুলে দিতে চান’ মমতাকে চরম তুলোধোনা Suvendu Adhikari-র
BJP West Bengal Live : নিষিদ্ধ স্যালাইন কাণ্ডের প্রতিবাদে বিজেপির বিরাট প্রতিবাদ কর্মসূচি
'এখন থেকেই ব্যাগ গোছান, ২৬-এ ওরা ক্ষমতায় আসলে...' চরম সত্যটা বলে দিলেন শুভেন্দু | Suvendu Adhikari |
বাবা Saif Ali Khan-কে দেখতে এলেন Sara Ali Khan, দেখুন সেই মুহূর্ত! #shorts #shortsfeed #shortsvideo
Rohit Sharma-কে দেখে উল্লাসে মেতে উঠলেন ভক্ত! দেখুন সেই মুহূর্ত #shorts #shortsfeed #shortsfeed