Club Cricket World Cup: ক্রিকেটেও কি এবার ফুটবলের মতো ক্লাব বিশ্বকাপ শুরু হতে চলেছে? সামনে এল বিরাট আপডেট

Published : Jun 08, 2025, 01:57 AM ISTUpdated : Jun 08, 2025, 02:29 AM IST
narendra modi stadium ahmedabad

সংক্ষিপ্ত

Club Cricket World Cup: বিশ্বের ৩২টি সেরা ফুটবল ক্লাবকে নিয়ে এই মাসেই শুরু হওয়ার কথা ক্লাব বিশ্বকাপ। 

Club Cricket World Cup: পরিকল্পনা শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) ‘বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপ’ শুরু করার কথা ভাবছে। একটা সময় ‘চ্যাম্পিয়ন্স লিগ টি২০’ নামে একটি প্রতিযোগিতা আয়োজন করা হত, যেখানে বিশ্বের কয়েকটি দেশের সেরা টি-২০ দল অংশ নিত। তবে গত পাঁচ বছরে বিশ্বের নানা প্রান্তে এই ধরনের লিগের সংখ্যা অনেকটাই বেড়েছে। 

অন্যদিকে, ফুটবলের পাশাপাশি রাগবিতেও ২০২৮ সালে ক্লাব বিশ্বকাপ আয়োজিত হতে চলেছে। তাই বিশ্বজুড়ে ক্রিকেটের এই উন্মাদনাকে কাজে লাগিয়ে বাজার ধরতে এবার ক্লাব বিশ্বকাপ আয়োজনের ভাবনাচিন্তা চলছে। 

তবে সেই পরিকল্পনা এখনও প্রাথমিক স্তরেই রয়েছে। কিন্তু ইসিবির মুখ্য কর্তা রিচার্ড গুল্ডের কথায়, "ক্রিকেট বিপ্লবকে গোটা বিশ্বে ছড়িয়ে দিতে গেলে ক্লাব বিশ্বকাপের চেয়ে ভালো প্রতিযোগিতা আর কিছু হতেই পারে না। কোনও সন্দেহ নেই যে, অদূর ভবিষ্যতে পুরুষ এবং মহিলাদের বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা আয়োজিত হতে চলেছে এবং এটিই এই মুহূর্তে একটি যৌক্তিক সিদ্ধান্ত হতে পারে।”

অতীতে অবশ্য চ্যাম্পিয়ন্স লিগ যৌথভাবে আয়োজন করত ভারত, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। গত ২০০৯-২০১৪, এই ৬টি মরশুম জুড়ে এই প্রতিযোগিতা চলার পর বন্ধ হয়ে যায়। আয়োজকরা তখন জানান, সাধারণ মানুষের এই প্রতিযোগিতায় কোনও আগ্রহ ছিল না। ফলে, বাণিজ্যিক দিক থেকেও কোনও লাভ হচ্ছিল না। এরপর গত ২০০৯ সালে, সমারসেটের তৎকালীন মুখ্যকর্তা গুল্ড নিজের ক্লাবকে অংশ নিতে দেখেছিলেন। তাই গুল্ডের মতে, নতুন করে এই প্রতিযোগিতা আয়োজন করলে তা বেশ লাভজনক হতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: প্রথম টি-২০ ম্যাচেই বাজিমাত ভারতের, ১০১ রানে পরাজয় দক্ষিণ আফ্রিকার
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০: হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরান, কটকে লড়াইয়ে ভারত