'মস্তানি যে যত বড় করবে, সে তত বড় চ্যাম্পিয়ন ট্রফি পাবে,' তৃণমূলকে কটাক্ষ অধীরের

Published : Mar 09, 2025, 03:21 PM ISTUpdated : Mar 09, 2025, 03:43 PM IST
Adhir Ranjan

সংক্ষিপ্ত

প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বরাবরই তৃণমূল কংগ্রেসের বিরোধী হিসেবে পরিচিত। তিনি এখন নিয়মিত রাজ্যের শাসক দলকে আক্রমণ করে চলেছেন।

অরূপ বিশ্বাস, মদন মিত্ররা যেভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয় দখল করার কথা বলছেন, তা নিয়ে রাজ্যের শাসক দলকে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। তিনি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির কথা উল্লেখ করে বাংলায় মস্তানদের নিয়ে চ্যাম্পিয়নস ট্রফি চালু করার কথা বলেছেন। সাংবাদিক বৈঠকে শাসদ দলকে কটাক্ষ করে অধীর বলেছেন, 'জানি না কে কোথায়। এত বড় বড় মস্তানের নাম তো শুনিনি। কেউ বলছে এক ঘণ্টা, কেউ বলছে আধ ঘণ্টা, কেউ বলছে কয়েক সেকেন্ড। বিরাট বিরাট ব্যাপার। তাণ্ডব করার সব দিনক্ষণ তৈরি হয়ে যাচ্ছে। আজকে তো খেলা হবে। এদের চ্যাম্পিয়নস ট্রফিতে পাঠিয়ে দেওয়া উচিত। এই মস্তানদের চ্যাম্পিয়নস ট্রফি করে দেওয়া হোক। কে কত বড় মস্তান, তার চ্যাম্পিয়নস ট্রফি করে দেওয়া হোক।'

শাসক দলকে কটাক্ষ অধীরের

শাসক দলকে কটাক্ষ করে অধীর আরও বলেছেন, 'কেউ বলছে এক ঘণ্টায় ধ্বংস করে দেব, কেউ বলছে আধ ঘণ্টায় ধ্বংস করে দেব, কেউ বলছে ১০ সেকেন্ডে করে দেব। তা এই একটা চ্যাম্পিয়নস ট্রফি বাংলায় চালু করা যেতে পারে। মস্তানি যে যত বড় করবে, তার তত বড় চ্যাম্পিয়ন ট্রফি সে পাবে। কিন্তু পিছনে যেন পুলিশ না থাকে। ওই পুলিশের মদত নিয়ে, তৃণমূলের মদত নিয়ে, পুলিশ কিছু বলবে না, ও চ্যাম্পিয়ন ট্রফি খেলে কোনও লাভ নাই। ওখানে জিত আগে থেকেই তৈরি হয়ে থাকে। ও জিতে কোনও মজা নাই। সবাইকে ছেড়ে দাও। পুলিশ সবাইকে বলে দাও, তোমাদের দু'ঘণ্টা, তিন ঘণ্টা, পাঁচ ঘণ্টা সময় দেওয়া হল। যে যাকে পারো মেরে নাও। যে জিতবে সে চ্যাম্পিয়ন ট্রফি পাবে।'

ভারত-নিউজিল্যান্ড লড়াই

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে ভারতীয় দল। এই ম্যাচে টসে হেরে প্রথমে ফিল্ডিং করছে ভারত। নিউজিল্যান্ডকে যথাসম্ভব কম রানে আটকে রাখাই ভারতের বোলারদের লক্ষ্য।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে