Mohammed Shami: কলকাতা হাইকোর্টের বড় নির্দেশ, স্ত্রী-কন্যার ভরণপোষণের দায়িত্ব নিতে হবে শামিকেই

Published : Jul 02, 2025, 01:55 AM IST
Mohammed Shami: কলকাতা হাইকোর্টের বড় নির্দেশ, স্ত্রী-কন্যার ভরণপোষণের দায়িত্ব নিতে হবে শামিকেই

সংক্ষিপ্ত

Mohammed Shami: শামি তার মেয়ের খোঁজ খবর রাখেন না বলে অভিযোগ করেছেন হাসিন জাহান। গত মাসে মেয়ের সঙ্গে দেখা করলেও, ইনস্টাগ্রামে কোনও পোস্ট দেখা যায়নি বলেও তিনি মন্তব্য করেন।

Mohammed Shami: গার্হস্থ্য হিংসার মামলায় ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের রায়। স্ত্রী হাসিন জাহানের দায়ের করা মামলায় শামিকে। তাঁর  স্ত্রী এবং কন্যার ভরণপোষণের জন্য বড় পরিমাণ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। হাসিন জাহান ও তাঁর কন্যা আইরার জন্য প্রতি মাসে চার লক্ষ টাকা দিতে হবে মহম্মদ শামিকে।

হাসিন জাহানের জন্য প্রতি মাসে দেড় লক্ষ টাকা এবং কন্যার জন্য আড়াই লক্ষ টাকা দিতে হবে বলে আদালতের নির্দেশে উল্লেখ করা হয়েছে। সাত বছর পূর্ববর্তী সময় থেকে এই রায় কার্যকর করা হবে। শামির বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি ছয় মাসের মধ্যে শেষ করার জন্য নিম্ন আদালতকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গত বছর মহম্মদ শামি তাঁর মেয়ে আইরার সাথে দেখা করেছিলেন। বহু বছর পর, তাদের দেখা হয়েছিল। শামি ও তাঁর মেয়ের একসঙ্গে কেনাকাটা করার ছবিও ভাইরাল হয়েছিল। মেয়ের সঙ্গে শামির সেই ছবিটি ইনস্টাগ্রামে ১.৬০ লক্ষ লাইক পেয়েছিল।

তবে, লোক দেখানোর জন্যই শামি তাঁর মেয়ের সঙ্গে দেখা করেছিলেন বলে অভিযোগ করেন হাসিন জাহান। মেয়ের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছিল এবং তা রিনউ করার জন্য শামির স্বাক্ষর প্রয়োজন ছিল বলে জানান তিনি। সেই কারণেই, শামি মেয়েকে নিয়ে কেনাকাটা করতে গিয়েছিলেন বলেও দাবি করেন হাসিন জাহান। 

তবে মেয়ে গিটার এবং ক্যামেরা চাইলেও শামি তা কিনে দেননি। মেয়ের খোঁজখবর শামি রাখেন না বলেও অভিযোগ করেন হাসিন জাহান। গত মাসে মেয়ের সঙ্গে দেখা করলেও, ইনস্টাগ্রামে কোন পোস্ট দেখা যায়নি বলেও তিনি মন্তব্য করেন। উল্লেখ্য, গত ২০১৮ সালে, গার্হস্থ্য হিংসার অভিযোগ এনে মহম্মদ শামির বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেছিলেন হাসিন জাহান। তার আগে কলকাতা হাইকোর্ট হাসিন জাহান ও তাঁর মেয়ের জন্য প্রতি মাসে ১.৩০ লক্ষ টাকা ভরণপোষণ হিসেবে প্রদানের নির্দেশ দিয়েছিল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম