স্ত্রী, মেয়েকে নিয়ে মাসাইমারায় সচিন তেন্ডুলকর, উপভোগ করছেন আফ্রিকার জঙ্গল

স্ত্রী অঞ্জলি তেন্ডুলকর ও মেয়ে সারা তেন্ডুলকরকে নিয়ে কেনিয়ার মাসাইমারা ন্যাশনাল পার্কে বেড়াতে গিয়েছেন সচিন তেন্ডুলকর। আফ্রিকার জঙ্গল উপভোগ করছেন ক্রিকেটের কিংবদন্তি। কয়েকদিন আগেও মাসাইমারায় ঘুরে বেড়ানোর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন সচিন।

Soumya Gangully | Published : Jun 26, 2023 7:25 PM
110
ভারতে যখন বর্ষাকাল কেনিয়ায় তখন শীতকাল, মাসাইমারায় সূর্যের উত্তাপ উপভোগ করছে তেন্ডুলকর পরিবার

স্ত্রী অঞ্জলি তেন্ডুলকর ও মেয়ে সারা তেন্ডুলকরকে নিয়ে কেনিয়ার বিশ্ববিখ্যাত মাসাইমারা ন্যাশনাল পার্কে বেড়াতে গিয়েছেন সচিন তেন্ডুলকর। কেনিয়ায় জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত শীতকাল। সেখানকার আবহাওয়া উপভোগ করছেন সচিনরা।

210
নিজেই জিপ চালিয়ে মাসাইমারা ন্যাশনাল পার্কে ঘুরে বেড়াচ্ছেন সচিন তেন্ডুলকর

স্ত্রী অঞ্জলি তেন্ডুকরকে পাশে বসিয়ে নিজেই জিপ চালাচ্ছেন সচিন তেন্ডুলকর। জিপের পিছনের আসনে বসে মেয়ে সারা তেন্ডুলকর। তাঁরা মাসাইমারা ন্যাশনাল পার্কে ঘুরে বেড়াচ্ছেন।

310
সচিন তেন্ডুলকর, অঞ্জলি তেন্ডুলকরের সঙ্গে মাসাইমারায় ছুটি উপভোগ করছেন সারা তেন্ডুলকর

বাবা সচিন তেন্ডুলকর ও মা অঞ্জলি তেন্ডুলকরের সঙ্গে মাসাইমারা ন্যাশনাল পার্কে ছুটি উপভোগ করছেন সারা তেন্ডুলকর।

410
সচিন তেন্ডুলকরের ক্যামেরার লেন্সে ধরা পড়ল আফ্রিকার জঙ্গলের বিখ্যাত চিতা

কেনিয়ার মাসাইমারা ন্যাশনাল পার্ক অনেক প্রাণী ও জন্তুর জন্য বিখ্যাত। তার মধ্যে অন্যতম বিখ্যাত হল চিতা। সচিন তেন্ডুলকরের ক্যামেরার লেন্সে ধরা পড়ল সেই চিতা।

510
কেনিয়ার মাসাইমারা ন্যাশনাল পার্কে বিখ্যাত জিরাফও চোখে পড়েছে তেন্ডুলকর পরিবারের

জিরাফের জন্যও বিখ্যাত কেনিয়ার মাসাইমারা ন্যাশনাল পার্ক। সচিন তেন্ডুলকরের ক্যামেরার লেন্সে ধরা পড়েছে একজোড়া জিরাফও।

610
মাসাইমারা ন্যাশনাল পার্কে বিশ্বের সবচেয়ে দ্রুতগামী পাখি উটপাখির ছবিও তুলেছেন সচিন

উড়তে পারে না উটপাখি। তবে সবচেয়ে জোরে ছুটতে পারে এই পাখি। মাসাইমারা ন্যাশনাল পার্কে সচিন তেন্ডুলকরের ক্যামেরার লেন্সে ধরা পড়েছে উটপাখির ছবি।

710
বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র কেনিয়ার মাসাইমারা ন্যাশনাল পার্ক

সারা বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার পর্যটক কেনিয়ার মাসাইমারা ন্যাশনাল পার্কে বেড়াতে যান। সেখানেই বেড়াতে গিয়েছেন সচিন তেন্ডুলকর।

810
সিংহ, চিতা, চিতাবাঘ, আফ্রিকান হাতির জন্য বিখ্যাত মাসাইমারা ন্যাশনাল পার্ক

কেনিয়ার মাসাইমারা ন্যাশনাল পার্কে সিংহ, চিতা, চিতাবাঘ, হাতি, উটপাখি ছাড়াও নানা প্রজাতির হরিণ-সহ বিভিন্ন ধরনের প্রাণীর দেখা পাওয়া যায়।

910
ক্রিকেট খেলার জন্য অনেকবার আফ্রিকা গিয়েছেন সচিন, এবার পরিবারকে নিয়ে বেড়াতে গিয়েছেন

ক্রিকেটার হিসেবে অনেকবার ভারতীয় দলের সঙ্গে কেনিয়ায় গিয়েছেন সচিন তেন্ডুলকর। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এক দশক আগে। এবার স্ত্রী, মেয়েকে নিয়ে কেনিয়া বেড়াতে গিয়েছেন সচিন।

1010
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মাসাইমারা ন্যাশনাল পার্কে সচিন তেন্ডুলকরের ছবি

সচিন তেন্ডুলকরের মাসাইমারা ন্যাশনাল পার্কে বেড়ানোর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সচিনের অনুরাগীরা এই ছবি দেখে উচ্ছ্বসিত।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos