ওডিআই ফর্ম্যাটের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক রানের ব্যবধানে জয়, ইতিহাস জিম্বাবোয়ের

Published : Jun 26, 2023, 06:54 PM ISTUpdated : Jun 26, 2023, 06:57 PM IST

দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে জিম্বাবোয়ে। ইতিমধ্যেই সুপার সিক্সে পৌঁছে গিয়েছে শন উইলিয়ামসের দল। সোমবার গ্রুপের শেষ ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও অসাধারণ পারফরম্যান্স দেখাল জিম্বাবোয়ে।

PREV
110
ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ১৭৪ রানের অসাধারণ ইনিংস শন উইলিয়ামসের

সোমবার ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অসাধারণ ব্যাটিং করলেন জিম্বাবোয়ের অধিনায়ক শন উইলিয়াম। ১০১ বলে ১৭৪ রান করেন উইলিয়ামস। তাঁর ইনিংসে ছিল ২১টি বাউন্ডারি ও ৫টি ওভার-বাউন্ডারি।

210
মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ৪০৮ রান করল জিম্বাবোয়ে

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ৪০৮ রান করল জিম্বাবোয়ে। ওডিআই ম্যাচে এই প্রথম ৪০০ রান করল জিম্বাবোয়ে।

310
শন উইলিয়ামসের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভালো ব্যাটিং করলেন সিকন্দর রাজা

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ৪ নম্বরে ব্যাটিং করতে নেমে ২৭ বলে ৪৮ রান করেন সিকন্দর রাজা। তাঁর ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি।

410
ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলা ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জনের পথে অনেকটা এগিয়ে গিয়েছে জিম্বাবোয়ে

ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে সুপার সিক্সে যে ২টি দল পয়েন্ট তালিকায় উপরের দিকে থাকবে, তারাই বিশ্বকাপের মূলপর্বে যোগ্যতা অর্জন করবে। এই লড়াইয়ে অনেকটা এগিয়ে গিয়েছে জিম্বাবোয়ে।

510
শন উইলিয়ামসের পাশাপাশি ভালো ব্যাটিং জয়লর্ড গাম্বি, রায়ান বার্লেরও

সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জিম্বাবোয়ের হয়ে ৭৮ রান করেন ওপেনার জয়লর্ড গাম্বি। ৪৭ রান করেন রায়ান বার্ল। ৩২ রান করেন ইনোসেন্ট কাইয়া।

610
গত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয় পাওয়ার পর আত্মবিশ্বাসী হয়ে উঠেছে জিম্বাবোয়ে

ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছে জিম্বাবোয়ে। এবার বিশ্বকাপের যোগ্যতা অর্জন করার ব্যাপারে আত্মবিশ্বাসী শন উইলিয়ামসের দল।

710
মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জিম্বাবোয়ের ব্যাটারদের পাশাপাশি বোলাররাও ভালো পারফরম্যান্স দেখালেন

সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শন উইলিয়ামস, জয়লর্ড গাম্বিরা যেমন ভালো ব্যাটিং করলেন, তেমনই ভালো বোলিং করলেন রিচার্ড এনগারাভা, ব্র্যাড ইভান্সরা।

810
আন্তর্জাতিক ক্রিকেটে ফের ভালো পারফরম্যান্স দেখাচ্ছে জিম্বাবোয়ে, খুশি ক্রিকেটপ্রেমীরা

গত ২ দশকে আন্তর্জাতিক ক্রিকেটে জিম্বাবোয়ের পারফরম্যান্স ক্রমশঃ খারাপ হয়েছে। তবে এবার ভালো পারফরম্যান্স দেখাচ্ছে শন উইলিয়ামসের দল। ফলে খুশি জিম্বাবোয়ের ক্রিকেটপ্রেমীরা। 

910
আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক রানের ব্যবধানে জয়, ইতিহাস জিম্বাবোয়ের

মার্কিন যুক্তরাষ্ট্রকে ৩০৪ রানে হারিয়ে দিল জিম্বাবোয়ে। এটা ওডিআই ফর্ম্যাটের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক রানের ব্যবধানে জয়। ওডিআই ফর্ম্যাটে সবচেয়ে বেশি রানের ব্যবধানে জয়ের রেকর্ড ভারতের দখলে।

1010
জিম্বাবোয়ের বিরুদ্ধে কোনওরকমে ১০০ রানের গণ্ডি টপকাতে পারল মার্কিন যুক্তরাষ্ট্র

জিম্বাবোয়ের বিরুদ্ধে ২৫.১ ওভারে ১০৪ রানে অলআউট হয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্র। মাত্র ৩ ব্যাটার ২ অঙ্কের রান করতে সক্ষম হন। এই ৩ ব্যাটারই ভারতীয় বংশোদ্ভূত। সর্বাধিক ২৪ রান পাদাকরের।

click me!

Recommended Stories