Cricket News Latest: মাত্র ২ রানে অল আউট? ২০০ বছরের রেকর্ড ভাঙল ২২ গজে, ৪২৪ রানে হার

Published : May 26, 2025, 10:39 PM ISTUpdated : May 26, 2025, 11:18 PM IST
club cricket

সংক্ষিপ্ত

Cricket News Latest: ২২ গজে এ কী কাণ্ড? ক্রিকেট অবশ্য অনিশ্চয়তার খেলাই বটে।

Cricket News Latest: ক্রিকেটে কোনও দল  ২ রানে অল আউট হয়ে গেছে,  এমন ঘটনা খুব একটা শোনা যায় না। হ্যাঁ, এইরকমই হয়েছে মিডলসেক্স কাউন্টি ক্রিকেট লিগে। ৪২৬ রান তাড়া করতে নেমে একটি দলের ইনিংস শেষ হিয়ে গেছে মাত্র ২ রানে, পরাজিত ৪২৪ রানে।

নর্থ লন্ডন সিসি এবং রিচমন্ড সিসি-র মধ্যে ম্যাচটিতেই এইরকম অদ্ভুত ঘটনাটি ঘটেছে

মিডলসেক্স কাউন্টি লিগ আদতে একটি তৃতীয় সারির ক্রিকেট লিগ। গত ২৪ মে,  সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ৪৫ ওভারে, ৬ উইকেট হারিয়ে ৪২৬ রান তোলে লন্ডন সিসি। এমনকি, সেই দলের ড্যানি সিমন্স নিজেই করেন ১৪০ রান।

কিন্তু মাথায় পাহাড়প্রমাণ রানের বোঝা নিয়ে খেলতে নেমে যে, এইভাবে রিচমন্ড আত্মসমর্পণ করবে তা কিন্তু একেবারেই ভাবা যায়নি। 

তাদের ইনিংস নাকি শেষ হয়ে যায় মাত্র ৩৪ বলে

সেই দলের ৮ জন ব্যাটার কোনও রানই করতে পারেননি। মাত্র দুজন এক রান করে করেন। মোট ৫.৪ ওভার খেলতে পেরেছে রিচমন্ড।তবে ২ রানের বেশি তারা তুলতে পারেনি। এও কি সম্ভব?

কার্যত, ২০০ বছর পুরনো সেই রেকর্ডই ভেঙে দিয়েছে রিচমন্ড। কারণ, এতদিন পর্যন্ত একদিনের ক্রিকেটে সর্বনিম্ন রান ছিল ‘দ্য বিস’ দলের দখলে। গত ১৮১০ সালে, ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে মাত্র ৬ রানে আউট হয়ে গেছিল তারা। তারপর ঠিক সেই ১৮৭৭ সালে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় মাত্র ১২ রানে অল আউট হয়ে যায় মেরিলিবোন ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে।

এছাড়া একদিনের আন্তর্জাতিকে ক্রিকেটে সবচেয়ে কম রানে আউট হওয়ার নজির রয়েছে জ়িম্বাবোয়ের নামের পাশে।আর এবার মিডলসেক্স কাউন্টি ক্রিকেট লিগে, ৪২৬ রান তাড়া করতে নেমে একটি দলের ইনিংস শেষ হিয়ে গেল মাত্র ২ রানে, তারা পরাজিত হল ৪২৪ রানে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?