West Indies Cricket: ১১ জনকে যৌন হেনস্থা, ক্যারিবিয়ান ক্রিকেটারের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ

Published : Jun 27, 2025, 06:57 PM ISTUpdated : Jun 27, 2025, 07:13 PM IST
West Indies take the knee during the ICC Men's T20 World Cup match

সংক্ষিপ্ত

Sexual Assault: সারা বিশ্বের বেশ কয়েকজন ক্রীড়াবিদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। এবার ওয়েস্ট ইন্ডিজের (West Indies) এক ক্রিকেটারের বিরুদ্ধেও একই অভিযোগ উঠল। এই ঘটনায় ক্রিকেট দুনিয়ায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

Caribbean Cricket: এক তরুণী-সহ অন্তত ১১ জন মহিলাকে যৌন হেনস্থা (Sexual Assault) করেছেন। ওয়েস্ট ইন্ডিজের (West Indies) এক ক্রিকেটারের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এই ক্রিকেটার এখন ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলে আছেন। এরকম একজন ক্রিকেটারের বিরুদ্ধেই এতজনকে যৌন হেনস্থা ও ধর্ষণ (Rape) করার অভিযোগ উঠেছে। এই ক্রিকেটার গায়ানার (Guyana) বাসিন্দা বলে জানা গিয়েছে। বেশ কয়েকজন মহিলার অভিযোগ, তাঁরা গায়ানা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু পুলিশের পক্ষ থেকে এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। এর মধ্যে এক মহিলা সম্প্রতি গায়ানা পুলিশের (Guyana Police Force) দ্বারস্থ হন। কিন্তু পুলিশের জিজ্ঞাসাবাদের সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ও গায়ানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে।

অভিযোগ পেয়েও ব্যবস্থা নেয়নি পুলিশ!

এক নির্যাতিতার মায়ের অভিযোগ, তাঁর মেয়ের য়খন ১৮ বছর বয়স ছিল, তখন তাঁকে ধর্ষণ করেন এই ক্রিকেটার। এই ঘটনা ঘটে ২০২৩ সালের ৩ মার্চ। মিথ্যা বলে অফিস থেকে এই তরুণীকে বার্বিসের (Berbice) নিউ আমস্টারডামে (New Amsterdam) নিজের বাড়িতে নিয়ে যান এই ক্রিকেটার। তিনি দোতলার ঘরে এই তরুণীকে ধর্ষণ করেন। এরপর যখন তাঁরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন, তখন পুলিশকর্মীরা এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। এই ঘটনার পর থেকে ওই তরুণী মানসিকভাবে বিধ্বস্ত বলে জানিয়েছেন তাঁর মা।

কিছুই জানত না ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড!

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (Cricket West Indies) প্রেসিডেন্ট কিশোর শ্যালো (Kishore Shallow) দাবি করেছেন, ‘ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এ বিষয়ে কিছু জানত না। আমরা এ বিষয়ে কিছু বলার জায়গায় নেই।’ যে ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ, তিনি এখন টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে গিয়েছেন বলে জানা গিয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: প্রথম টি-২০ ম্যাচেই বাজিমাত ভারতের, ১০১ রানে পরাজয় দক্ষিণ আফ্রিকার
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০: হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরান, কটকে লড়াইয়ে ভারত