CSK vs SRH Live Updates: চেন্নাইয়ের ঘরের মাঠে গিয়ে দাপট হায়দ্রাবাদের, ফের পরাজয় ধোনিদের

Published : Apr 25, 2025, 11:16 PM ISTUpdated : Apr 26, 2025, 12:02 AM IST
IPL 2025

সংক্ষিপ্ত

CSK vs SRH Live Updates: চেন্নাইয়ের ঘরের মাঠে গিয়ে সেই চেন্নাইকেই হারাল হায়দ্রাবাদ (CSk vs SRH)। 

CSK vs SRH Live Updates: আইপিএল-এর (IPL 2025) মঞ্চে আরও একটি দুরন্ত লড়াই দেখলেন ক্রিকেটপ্রেমীরা। চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে, শুক্রবার সন্ধ্যায় মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ (Chennai Super Kings vs Sunrisers Hyderabad)।

 

 

সেই ম্যাচেই ৫ উইকেটে জয় ছিনিয়ে নিল হায়দ্রাবাদ। এদিন টসে জিতে বোলিং নেয় তারা। আর ঘরের মাঠে ব্যাট করতে নেমে শুরুটা একদমই ভালো হয়নি সিএসকে-র। ওপেনার শাইক রশিদ ফিরে যান খালি হাতে। তবে দলের আরেক ওপেনার আয়ূশ মাথরে করেন ৩০ রান (IPL 2025 Live Score)। 

কিন্তু স্যাম কুরানের সংগ্রহে মাত্র ৯ রান। জাদেজার ঝুলিতেও ২১ রান। অর্থাৎ, শুক্রবারের ম্যাচে চেন্নাইয়ের ওপেনিং এবং মিডল অর্ডার খুব একটা সুবিধা করতে পারেনি। তবে দলে নতুন জায়গা পাওয়া ডেওয়াল্ড ব্রেভিস বেশ ভালো খেলেন। করেন ২৫ বলে ৪২ রান। কিন্তু শিবম দুবের ঝুলিতে মাত্র ১২ রান এবং পরেরদিকে নেমে গুরুত্বপূর্ণ ২২ রান যোগ করেন দীপক হুডা। তবে এদিনই ব্যর্থ ধোনি। মাত্র ৬ রান করে প্যাভিলিয়নের পথে হাঁটা লাগান তিনি (CSK vs SRH 2025 Live Score)।

 

 

নির্ধারিত ২০ ওভারের এক বল বাকি থাকতেই, ১৫৪ রানে শেষ হয়ে যায় সুপার কিংসদের ইনিংস। এদিন বল হাতে রীতিমতো জ্বলে ওঠেন হায়দ্রাবাদ বোলার হর্ষল প্যাটেল। আগুনে বোলিং করে তুলে নেন ৪টি উইকেট। এছাড়া ২টি করে উইকেট পেয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স এবং জয়দেব উনাদকাট। অন্যদিকে, ১টি করে উইকেট পেয়েছেন মহম্মদ শামি এবং কামিন্দু মেন্ডিস।তবে তাঁর কথা একটু আলাদাভাবে বলতেই হবে (IPL 2025 Points Table)। 

কারণ, চেন্নাইয়ের হয়ে তখন দাপুটে ব্যাটিং করছেন ব্রেভিস। হর্ষলের বলে তিনি আউট হন কিন্তু দুর্দান্ত ক্যাচটি ধরেন এই কামিন্দু মেন্ডিস। তবে জবাবে ব্যাট করতে নেমে ধাক্কা খায় হায়দ্রাবাদও। দ্রুত ফিরে যান ওপেনার অভিষেক শর্মা। ট্র্যাভিস হেডও খুব একটা সুবিধা করতে পারেননি, করেন মাত্র ১৯ রান। কিন্তু এদিন ব্যাট হাতে দায়িত্বপূর্ণ ইনিংস খেলেন ঈশান কিষাণ। উপহার দেন ৩৪ বলে ৪৪ রানের অসাধারণ ইনিংস (CSK vs SRH Highlights)। 

 

 

হেনরিক ক্লাসেনের ঝুলিতে মাত্র ৭ রান থাকলেও বাকিটা সামাল দিয়ে দেন অনিকেত ভার্মা। অন্যদিকে, কামিন্দু মেন্ডিস বেশ ভালো খেলেন। তিনি শেষপর্যন্ত, ৩২ রানে অপরাজিত ছিলেন এবং সঙ্গে নীতীশ কুমার রেড্ডিও ১৯ রানে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। মাত্র ১৮.৪ ওভারেই, ৫ উইকেট হারিয়ে ১৫৫ রান তুলে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ। 

ফলে, চেন্নাই সুপার কিংসকে ৫ উইকেট হারিয়ে জয় হাসিল করল সানরাইজার্স হায়দ্রাবাদ এবং ম্যাচের সেরা হর্ষল প্যাটেল (Harshal Patel)। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

IND vs SA: একদিকে কুইন্টন ডি ককের সেঞ্চুরি এবং অন্যদিকে প্রসিধ কৃষ্ণ-কুলদীপের দাপুটে বোলিং, প্রোটিয়াদের ইনিংস শেষ ২৭০ রানে
IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা