মহম্মদ সিরাজের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আশা ভোঁসলের নাতনি জানাই ভোঁসলে!

Published : Jan 27, 2025, 01:56 PM ISTUpdated : Jan 27, 2025, 02:35 PM IST
Mohammed Siraj Zanai Bhosle

সংক্ষিপ্ত

ক্রিকেটের সঙ্গে বলিউডের সম্পর্ক বহুদিনের। একাধিক ক্রিকেটারের সঙ্গে বলিউড তারকার বিয়ে হয়েছে। ফের এক ভারতীয় ক্রিকেটারের সঙ্গে বলিউডের সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে।

শর্মিলা ঠাকুর-মনসুর আলি খান পতৌদি, মহম্মদ আজহারউদ্দিন-সঙ্গীতা বিজলানি, বিরাট কোহলি-অনুষ্কা শর্মা, হরভজন সিং-গীতা বসরা, হার্দিক পান্ডিয়া-নাতাশা স্ট্যানকোভিচ, যুজবেন্দ্র চাহাল-ধনশ্রী ভার্মার পর কি এবার ক্রিকেট ও বলিউডের নতুন জুটি দেখা যাবে? সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ সিরাজের সঙ্গে কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের নাতনি জানাই ভোঁসলের ঘনিষ্ঠতার গুঞ্জন শোনা যাচ্ছে। সম্প্রতি মুম্বইয়ে ২৩-তম জন্মদিন পালন করেন জানাই। তিনি জন্মদিনের অনুষ্ঠানের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। এই ছবি ঘিরেই গুঞ্জন শুরু হয়েছে। জানাইয়ের জন্মদিনের পার্টিতে আশা ভোঁসলে, অভিনেতা জ্যাকি শ্রফ, ক্রিকেটার শ্রেয়াস আইয়ার, সিদ্ধেশ লাড, সূযশ প্রভুদেশাই, বিগ বসের প্রাক্তন প্রতিযোগী আয়েশা খান, অভিনেতা অভয় ভার্মা ছিলেন। কিন্তু আলাদা করে নজর কেড়ে নেন সিরাজ। তাঁর সঙ্গে জানাইকে একান্তে কথা বলতে দেখা যায়। তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ক্যামেরাবন্দি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ছবি।

বলিউডে পা রেখেছেন জানাই

আশা ভোঁসলের মতোই তাঁর নাতনি জানাইও সঙ্গীতশিল্পী। সম্প্রতি ছত্রপতি শিবাজির জীবন অবলম্বনে তৈরি হওয়া একটি ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছেন জানাই। অন্যদিকে, ভারতীয় দলের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন সিরাজ। অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজে অসাধারণ বোলিং করেছেন এই পেসার। কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলে জায়গা পাননি সিরাজ।

 

 

প্রেমের গুঞ্জন অস্বীকার জানাই-সিরাজের

সোশ্যাল মিডিয়ায় তাঁদের প্রেমের গুঞ্জন চললেও, একে অপরকে ভাই-বোন বলে উল্লেখ করেছেন জানাই ও সিরাজ। ইনস্টাগ্রামে সিরাজের সঙ্গে তোলা ছবি শেয়ার করে জানাই লিখেছেন, 'আমার প্রিয় ভাই।' সিরাজও সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আমার বোনের মতো আর কেউ নেই। ওকে ছেড়ে আমি থাকতে চাই না। চাঁদ যেমন তারার মধ্যে থাকে, তেমনই আমার বোনও একজনই।’ জানাই ও সিরাজ প্রেমের গুঞ্জন অস্বীকার করলেও, তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন থামছে না। সোশ্যাল মিডিয়ায় অনেকেই নানা মন্তব্য করছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

রান আউট এড়াতে এ কী করলেন মার্নাস লাবুশেন! ক্ষুব্ধ মহম্মদ সিরাজ, ২২ গজে বচসা, ভাইরাল ভিডিও

২২ গজে ব্যাটারদের 'গ্রেফতার' করেন, তেলঙ্গানা পুলিশে নতুন দায়িত্বে মহম্মদ সিরাজ

Sourav Ganguly: 'বুমরা, শামি, সিরাজ, মুকেশ থাকতে ভারতে ঘূর্ণি পিচ কেন দরকার?' ভালো উইকেটের পক্ষে সওয়াল সৌরভের

PREV
click me!

Recommended Stories

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: কটকের আবহাওয়া কেমন? ম্যাচে বিঘ্ন ঘটাবে বৃষ্টি?
আইপিএল ২০২৬: কুইন্টন ডি ককের নাটকীয় প্রবেশ, নিলামের জন্য ৩৫০ জনের নাম চূড়ান্ত