ঠিক কী হয়েছে? হঠাৎ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেন অনিশ্চিত জসপ্রীত বুমরা?

Published : Jan 27, 2025, 12:07 PM ISTUpdated : Jan 27, 2025, 12:41 PM IST
Jasprit Bumrah

সংক্ষিপ্ত

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ শুরু হতে আর তিন সপ্তাহ বাকি। কিন্তু এই পরিস্থিতিতে ভারতীয় দলের সেরা পেসার জসপ্রীত বুমরাকে নিয়ে হঠাৎই উদ্বেগ তৈরি হয়েছে।

ফের চোটের কবলে ভারতীয় দল তথা বিশ্বের সেরা পেসার জসপ্রীত বুমরা। মাঝে চোটের জন্য তাঁকে বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হয়েছিল। সেই চোট সারিয়ে মাঠ ফেরার পর থেকে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে আসছেন এই পেসার। অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজে ভারতীয় দলের হয়ে সেরা পারফরম্যান্স দেখান বুমরা। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচ চলাকালীন চোট পান এই পেসার। সেই চোটই তাঁকে ভোগাচ্ছে। বিসিসিআই-এর পক্ষ থেকে ইতিমধ্যেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করা হয়েছে। সেই দলে বুমরাকে রাখা হয়েছে। কিন্তু এই পেসার খেলতে পারবেন কি না, সে বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

নিউজিল্যান্ডের চিকিৎসকের দিকে তাকিয়ে বিসিসিআই

২০২২ সালে চিকিৎসার জন্য নিউজিল্যান্ডের ড. রোয়ান শাউটেনের কাছে গিয়েছিলেন বুমরা। সেই সময় কোমরের চোটের জন্য তিনি প্রায় এক বছর চোটের জন্য মাঠের বাইরে ছিলেন। এবার ফের চোট পাওয়ায় নিউজিল্যান্ডের চিকিৎসকেরই পরামর্শ নিচ্ছেন বুমরা। এই চিকিৎসক যে পরামর্শ দেবেন, সেই অনুযায়ী চলবেন তিনি। চিকিৎসকের রিপোর্টের দিতে তাকিয়ে বিসিসিআই-ও।

বিকল্প পরিকল্পনা তৈরি বিসিসিআই-এর

অস্ট্রেলিয়া সফরে পঞ্চম টেস্ট ম্যাচ চলাকালীন ফের কোমরে চোট পেয়েছেন বুমরা। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে ১৯ ফেব্রুয়ারি। এই টুর্নামেন্ট চলবে ৯ মার্চ পর্যন্ত। এর মধ্যে বুমরার পক্ষে ১০০ শতাংশ ফিট হয়ে ওঠা কঠিন। সে কথা মাথায় রেখেছেন নির্বাচকরা। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার সময় প্রধান নির্বাচক অজিত আগরকর ঘোষণা করেছিলেন, তখন তিনি জানিয়েছিলেন, ১২ ফেব্রুয়ারি আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওডিআই ম্যাচে খেলতে পারেন বুমরা। তারপর তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন। কিন্তু এখনই বুমরার ফিট হওয়ার আশা দেখা যাচ্ছে না। এ বিষয়ে বিসিসিআই-এর এক কর্তা জানিয়েছেন, ‘বোর্ডের পরিকল্পনা ছিল, নিউজিল্যান্ডে গিয়ে চিকিৎসকের কাছে চোট পরীক্ষা করান বুমরা। কিন্তু সেই পরিকল্পনা এখনও কার্যকর হয়নি। নির্বাচকরা জানেন, অলৌকিক ঘটনা ছাড়া বুমরার পক্ষে ঠিক সময়ে ১০০ শতাংশ ফিট হয়ে ওঠা সম্ভব নয়।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'কী বলছিলি?' সিডনিতে দিনের শেষ বলে উইকেট নিয়েই কনস্টাসের দিকে তেড়ে গেলেন বুমরা, ভাইরাল ভিডিও

দ্বিতীয় ইনিংসে স্যাম কনস্টাসের খেল খতম, বদলা নিয়ে উল্লসিত জসপ্রীত বুমরা, ভাইরাল ভিডিও

'অস্ট্রেলিয়া সফরের পর উন্নত ক্রিকেটার হয়ে দেশে ফিরবে,' তরুণদের বার্তা বিরাট, বুমরা, অশ্বিনের

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে