DC vs LSG Live Updates: বিধ্বংসী নিকোলাস পুরান এবং মিচেল মার্শ! দিল্লীর বিরুদ্ধে রানের পাহাড় লখনউয়ের

DC vs LSG Live Updates: প্রথম ম্যাচেই কার্যত দাপট দেখালেন নিকোলাস পুরান-মিচেল মার্শ জুটি। 

DC vs LSG Live Updates: আইপিএল মানেই যেন ধুন্ধুমার ক্রিকেট। চতুর্থ ম্যাচে তা আরও একবার প্রমাণিত হল। বিশাখাপত্তনমে সোমবার, মুখোমুখি হয় দিল্লী ক্যাপিটালস বনাম লখনউ সুপার জায়ান্টস। সেই ম্যাচেই আগে ব্যাট করে, নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৮ রান তুলল লখনউ সুপার জায়ান্টস। 

এদিন টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় দিল্লী ক্যাপিটালস (Delhi Capitals)। যদিও ব্যাট করতে নেমে কিছুটা বেকায়দায় পড়ে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। ওপেনার এইডেন মার্করাম ফিরে যান মাত্র ১৫ রানে (dc vs lsg live score)।

Latest Videos

 

 

কিন্তু জ্বলে ওঠেন অপর আরেক ওপেনার মিচেল মার্শ (Mitchell Marsh)। তাঁকে যোগ্য সঙ্গত দেন নিকোলাস পুরান (Nicholas Pooran)। মার্শ ৩৬ বলে ৭২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। যার মধ্যে ছিল ৬টি চার এবং ৬টি ছয়। অন্যদিকে, নিকোলাসের সংগ্রহে ৩০ বলে ৭৫ রান। তাঁর এই অনবদ্য ইনিংসে রয়েছে ৬টি চার এবং ৭টি ছয়।

তবে অধিনায়ক ঋষভ পন্থ নিরাশ করলেন। প্যাভিলিয়নে ফিরে গেলেন খালি হাতেই। তবে ডেভিড মিলার ২৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন এবং শেষপর্যন্ত অপরাজিত ছিলেন।

তবে শেষদিকে আয়ূষ বাদোনি ৪ রান, শাহবাজ আহমেদ ৯ রান স্কোরবোর্ডে যোগ করেন। আর সেই সুবাদেই আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে, ৮ উইকেট হারিয়ে ২০৮ রান তোলে লখনউ সুপার জায়ান্টস (dc vs lsg live update)।

এদিকে দিল্লীর হয়ে ৩টি উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক এবং ২টি উইকেট পেয়েছেন কুলদীপ যাদব। ১টি করে উইকেট পেয়েছেন ভিপরাজ নিগম এবং মুকেশ কুমার।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'গন্ধা ধরম!' রেড রোডে BJP-কে দুষে একি বললেন মমতা! দেখুন | Mamata Banerjee | Eid Al Fitr 2025
ইদের দিন হিন্দু মুসলিম সম্প্রীতির ছবি জয়পুরে, নামাজ পড়তে আসা মুসলিমদের উপর ফুল বর্ষণ করলেন হিন্দুরা
Sukanta Majumdar: ‘মমতার তৃণমূলই দাঙ্গার নেপথ্যে!’ মোথাবাড়ি নিয়ে মমতাকে তোপ দাগলেন সুকান্ত মজুমদার
‘মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার লিস্টের আসল গল্প এটাই!’ মমতার মাস্টারপ্ল্যান ফাঁস করলেন দিলীপ ঘোষ
বিজেপির হিন্দু ধর্মকে 'গন্দা ধরম' আখ্যা মমতার, পাল্টা দিয়ে যা বললেন শুভেন্দু অধিকারী