মাঠের মধ্যেই হৃদ্রোগে আক্রান্ত বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল (Tamim Iqbal)। এই মুহূর্তে গুরুতর অসুস্থ তিনি।
Tamim Iqbal: খেলা চলাকালীন দুবার হৃদ্রোগে আক্রান্ত হন তিনি। সোমবার সকালে, তাঁকে মাঠ থেকে তড়িঘড়ি একটি হাসপাতালে ভর্তি করানো হয়।
ঠিক কী হয়েছিল?
জানা গেছে, সাভারের বিকেএসপি মাঠে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তামিম। প্রসঙ্গত, মহমেডান স্পোর্টিং দলের অধিনায়ক তিনি। শাইনপুকুরের বিরুদ্ধে টস করতেও মাঠে নামেন তিনি। কিন্তু তারপরেই হটাৎ বুকে ব্যথা অনুভব করতে শুরু করেন তামিম (Tamim Iqbal)।
প্রাথমিকভাবে মাঠেই চিকিৎসা শুরু করা হয় তাঁর। কিন্তু অবস্থার কোনও উন্নতি হয়নি। তখনই তামিমকে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। জানা যাচ্ছে, বিকেএসপি মাঠের পাশেই একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রয়োজনে তাঁকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে যাওয়া হতে পারে বলে জানা গেছে (Tamim Iqbal News)।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসা বিভাগের প্রধান দেবাশিস চৌধুরী জানিয়েছেন, দুবার হৃদরোগে আক্রান্ত হয়েছেন তামিম। তবে আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। হাসপাতালে রয়েছেন ম্যাচ রেফারি দেবব্রত পাল। তিনি জানিয়েছেন, তামিমের অ্যাঞ্জিওগ্রাম করানো হয়েছে। তাঁর হৃদ্যন্ত্রে ব্লকেজ পাওয়া গেছে। চিকিৎসকরা সবদিক খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবেন (Tamim Iqbal health update)।
অন্যদিকে, মহমেডান কর্তা তারিকুল ইসলাম জানিয়েছেন, তারা প্রথমে তামিমকে ঢাকা নিয়ে যাওয়ার কথা ভেবেছিলেন। ঠিক সেই কারণেই, হেলিকপ্টার নিয়ে আসা হয়েছিল। তবে হেলিকপ্টারে ওঠার মতো কোনওরকম অবস্থা তামিমের ছিল না (Tamim Iqbal update)।
তাই তাঁকে দ্রুত পাশের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ইতিমধ্যেই তামিমের স্ত্রী এবং দাদা সহ পরিবারের অন্যান্য সদস্যরা হাসপাতালে পৌঁছে গেছেন। এদিকে সোমবার, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি বৈঠক ছিল। কিন্তু তামিমের অসুস্থতার খবর পাওয়ার পর তড়িঘড়ি সেই বৈঠক স্থগিত করে দেওয়া হয়েছে।
শেষ খবর পাওয়া অনুযায়ী, তামিমের হৃদযন্ত্রে স্টেন্ট বসানো হয়েছে। কিন্তু এখনও তাঁর জ্ঞান ফেরেনি। আপাতত জ্ঞান ফেরার অপেক্ষায় রয়েছেন চিকিৎসকরা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।