দিল্লিতে দূষণের জেরে বন্ধ সব খেলা, অনূর্ধ্ব-২৩ প্রতিযোগিতা মুম্বইয়ে সরিয়ে নিল বিসিসিআই

Published : Nov 21, 2025, 05:17 PM ISTUpdated : Nov 21, 2025, 05:38 PM IST
Delhi pollution Updates

সংক্ষিপ্ত

Delhi Air Pollution: দিল্লিতে বায়ুদূষণের জেরে চলতি মাসের বাকি কয়েকদিন এবং ডিসেম্বরে বাড়ির বাইরে সব ধরনের খেলা বন্ধ রাখার নির্দেশিকা জারি করেছে সরকার। এই পরিস্থিতিতে দিল্লি থেকে টুর্নামেন্ট সরিয়ে নিল বিসিসিআই (BCCI)।

DID YOU KNOW ?
দিল্লিতে ভয়াবহ দূষণ
দিল্লি-এনসিআর অঞ্চলে ভয়াবহ বায়ুদূষণের কারণে সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত সব ধরনের আউটডোর স্পোর্টস বন্ধ।

Men's U23 State A Trophy: দিল্লিতে মাত্রাতিরিক্ত বায়ুদূষণের (Delhi Severe Air Pollution) কারণে পুরুষদের অনূর্ধ্ব-২৩ প্রতিযোগিতার সব খেলা মুম্বইয়ে (Mumbai) সরিয়ে নিল বিসিসিআই (BCCI)। কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্টকে (Commission for Air Quality Management) সুপ্রিম কোর্ট (Supreme Court of India) বলে, দিল্লির স্কুলগুলিতে নভেম্বর ও ডিসেম্বরে সব ধরনের ক্রীড়া প্রতিযোগিতা স্থগিত করার নির্দেশ দেওয়া যায় কি না, তা খতিয়ে দেখতে হবে। শীর্ষ আদালতের এই নির্দেশের পর দিল্লি সরকার এক নির্দেশিকা জারি করে বলেছে, নভেম্বর ও ডিসেম্বরে দিল্লি ও এনসিআর অঞ্চলে (Delhi-NRC) কোনও আউটডোর ক্রীড়া প্রতিযোগিতা হবে না। কারণ, বায়ুদূষণের জেরে সবারই স্বাস্থ্যের অবনতি হওয়ার ঝুঁকি রয়েছে। তাই শুধু শিশুদের খেলাই নয়, প্রাপ্তবয়স্কদের খেলাও বন্ধ রাখা হচ্ছে।

দিল্লি থেকে সরে যাচ্ছে সব খেলা

দিল্লি ও এনসিআর অঞ্চল থেকে শুধু পুরুষদের অনূর্ধ্ব-২৩ প্রতিযোগিতাই নয়, অন্য সব প্রতিযোগিতাই সরিয়ে নেওয়া হচ্ছে। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন (Mumbai Cricket Association) এই ম্যাচগুলি আয়োজন করতে চলেছে। ২৫ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত চলবে পুরুষদের অনূর্ধ্ব-২৩ প্রতিযোগিতা। বিসিসিআই-এর পক্ষ থেকে ইতিমধ্যেই এমসিএ-কে এই টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব দেওয়ার কথা জানিয়েছে। এ বিষয়ে এমসিএ-র এক কর্তা জানিয়েছেন, ‘আজ আমরা বিসিসিআই-এর কাছ থেকে ফোন পেয়েছি। আমাদের জানানো হয়েছে, দিল্লি-এনসিআর অঞ্চলে প্রবল বায়ুদূষণের কারণে অনূর্ধ্ব-২৩ ওয়ান ডে নকআউট টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব দেওয়া হচ্ছে। দিল্লি-এনসিআর অঞ্চলে এই পরিস্থিতিতে ক্রিকেট খেলা সম্ভব নয়।’

দূষণের জেরে সরে গিয়েছে টেস্ট ম্যাচ

ভারত-দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) সিরিজের প্রথম টেস্ট ম্যাচ দিল্লিতে হওয়ার কথা ছিল। কিন্তু দূষণের কারণেই সেই ম্যাচ কলকাতার (Kolkata) ইডেন গার্ডেন্সে (Eden Gardens) সরিয়ে আনা হয়। এই সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ হতে চলেছে গুয়াহাটির (Guwahati) বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে (Barsapara Cricket Stadium)। শনিবার শুরু হতে চলেছে এই ম্যাচ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২৩
দিল্লি থেকে অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্ট সরিয়ে নিল বিসিসিআই।
দিল্লি-এনসিআর অঞ্চলে বায়ুদূষণের কারণে অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্ট মুম্বইয়ে সরিয়ে নিল বিসিসিআই।
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম