Gautam Gambhir Kamakhya Temple: গুয়াহাটি টেস্টের আগে কামাখ্যা মন্দিরে গৌতম গম্ভীর, জয়ের জন্য প্রার্থনা

Published : Nov 21, 2025, 03:12 PM IST
Gautam Gambhir

সংক্ষিপ্ত

Gautam Gambhir:  কামাখ্যা মন্দিরে পুজো দিতে গেলেন ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীর। বৃহস্পতিবার সকালে, কামাখ্যা মন্দিরে পুজো দিতে যান গৌতম গম্ভীর। 

Gautam Gambhir: ইডেনে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামার আগে গৌতম গম্ভীর যান কালীঘাট মন্দিরে (gautam gambhir kamakhya temple)। সেখানে পুজো দেন তিনি। এবার সামনে দ্বিতীয় টেস্ট। শনিবার থেকে গুয়াহাটিতে শুরু হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ (gautam gambhir visited kamakhya temple)। 

কামাখ্যা মন্দিরে পুজো দিতে গেলেন গৌতম গম্ভীর

তার ঠিক আগে, কামাখ্যা মন্দিরে পুজো দিতে গেলেন ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীর। বৃহস্পতিবার সকালে, কামাখ্যা মন্দিরে পুজো দিতে যান গৌতম গম্ভীর। তিনি একা গিয়ে পুজো দিয়ে আসেন। বুধবার, নীতীশ কুমার রেড্ডি এবং সাই সুদর্শন  কামাখ্যা মন্দিরে পুজো দিতে যান। 

গম্ভীরের জন্য তৈরি করা হয় কড়া নিরাপত্তা বলয়।  সেখান থেকে আবার সোজা টিম হোটেলে ফিরে আসেন ভারতীয় দলের হেড কোচ। প্রসঙ্গত, খেলার আগে মন্দিরে এর আগেও পুজো দিতে গেছেন গম্ভীর। গত ২০২৪ সালের আইপিএলে, কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হওয়ার পর তৎকালীন প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে নিয়ে কালীঘাট মন্দিরে পুজো দিতে যান গম্ভীর। সেইবার চ্যাম্পিয়নও হয় কেকেআর। 

কলকাতার কালীঘাটের পর এবার গুয়াহাটি। সেই একই ছবি ধরা পড়ল। শনিবার থেকে গুয়াহাটিতে শুরু হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ। দ্বিতীয় টেস্টের আগে, কামাখ্যা মন্দিরে পুজো দিতে গেলেন ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীর।

 পরেরদিকে ব্যাট করা কঠিন হবে এই পিচে?

এদিকে শোনা যাচ্ছে, গুয়াহাটির বারসাপাড়া স্টেডিয়ামে, দ্বিতীয় টেস্টের জন্য লাল মাটির পিচ তৈরি করা হয়েছে। এই পিচ দ্রুত শুকিয়ে গেলে স্পিনারদের সাহায্য করবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। পেসাররাও সমান গতি ও বাউন্স পাবে।

প্রথম দিকে পেসাররা বাউন্স পেলেও, খেলা গড়ানোর সঙ্গে সঙ্গে পিচ শুকিয়ে যাবে কিছুটা। তৃতীয় দিন থেকে স্পিনাররা সাহায্য পাবে। জে দলই টসে জিতুক, তাদের প্রথমে ব্যাট করার সম্ভাবনা অনেক বেশি। কারণ, পরেরদিকে ব্যাট করা কঠিন হবে এই পিচে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের জন্য ভারতের সম্ভাব্য প্রথম একাদশঃ যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, ধ্রুব জুরেল, ঋষভ পন্থ (অধিনায়ক এবং উইকেটকিপার-ব্যাটার), রবীন্দ্র জাদেজা, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম