England vs India: দ্বিশতরানের পথে শুবমান, এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিনেও দাপট ভারতের

Published : Jul 03, 2025, 05:48 PM ISTUpdated : Jul 03, 2025, 06:16 PM IST
Shubman Gill

সংক্ষিপ্ত

Edgbaston Test Match: হেডিংলি (Headingley) টেস্ট ম্যাচের পর এজবাস্টনেও প্রথম ইনিংসে বড় স্কোর করল ভারতীয় দল। ফের অসাধারণ ইনিংস খেলছেন ভারতের অধিনায়ক শুবমান গিল (Shubman Gill)। রবীন্দ্র জাডেজাও (Ravindra Jadeja) দারুণ ইনিংস খেললেন।

Shubman Gill Century: হেডিংলি (Headingley) টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে শতরান করেছিলেন। এজবাস্টনে (Edgbaston) ইংল্যান্ডের বিরুদ্ধে (England vs India) সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম ইনিংসেও শতরান করেছেন ভারতের অধিনায়ক শুবমান গিল (Shubman Gill)। তিনি এবার দ্বিশতরানের পথে। বৃহস্পতিবার এজবাস্টন টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন প্রথম সেশনের পর ১৬৮ রানে অপরাজিত ভারতের অধিনায়ক। তিনি দ্বিশতরান পাবেন বলে আশায় ভারতীয় শিবির। শুবমানের পাশাপাশি এদিন অসাধারণ ব্যাটিং করেন অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। তিনি অল্পের জন্য শতরান হারালেন। ১৩৭ বলে ৮৯ রান করে আউট হয়ে যান জাডেজা। তিনি ১০টি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি মারেন। প্রথম সেশনের পর ভারতীয় দলের স্কোর ৬ উইকেটে ৪১৯। এখনই ইনিংস ডিক্লেয়ার করার কথা না ভেবে রান বাড়িয়ে যাওয়াই শুবমানদের লক্ষ্য থাকবে। অন্তত ৫০০ রান করতে পারলে মানসিকভাবে ইংল্যান্ডের উপর চাপ বাড়াতে পারবে ভারতীয় দল।

বিশাল পার্টনারশিপ শুবমান-জাডেজার

বুধবার এজবাস্টন টেস্ট ম্যাচের প্রথম দিন জাডেজা যখন ব্যাটিং করতে নামেন, তখন ভারতীয় দলের স্কোর ছিল ৫ উইকেটে ২১১। বৃহস্পতিবার ম্যাচের দ্বিতীয় দিন প্রথম সেশনে এই অলরাউন্ডার যখন আউট হলেন, তখন ভারতীয় দল ৪১৪ রানে পৌঁছে গিয়েছে। শুবমানের সঙ্গে জুটিতে ২০৩ রান যোগ করেছেন জাডেজা। তিনি প্রথম টেস্টে বোলিং-ব্যাটিংয়ে সাফল্য পাননি। তবে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেই অসাধারণ ব্যাটিং করলেন জাডেজা। তিনি শুবমানের সঙ্গে জুটি বেঁধে ভারতীয় দলকে দারুণ জায়গায় পৌঁছে দিলেন। হেডিংলিতে প্রথম ইনিংসে ৪৭১ রানে অলআউট হয়ে গিয়েছিল ভারতীয় দল। সেই ইনিংসে লোয়ার অর্ডার ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি। এই কারণে এজবাস্টন টেস্টে ভারতীয় দলে অলরাউন্ডারের সংখ্যা বাড়ানো হয়েছে। প্রথম সেশনের পর শুবমানের সঙ্গে অপরাজিত ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। তিনি ১১ বল খেলে ১ রান করেছেন।

দ্বিতীয় সেশনেও দাপট বজায় রাখার লক্ষ্যে শুবমান

বৃহস্পতিবার শুরু থেকে শুবমানরা যেভাবে ব্যাটিং করেছেন, এই খেলা চালিয়ে যেতে পারলে ভারতীয় দলের রান নিশ্চিতভাবেই বাড়বে। সেক্ষেত্রে সিরিজে সমতা ফেরানোর আশা বাড়বে। তবে এই ম্যাচে জয় পেতে হলে ভারতের বোলারদেরও ভালো পারফরম্যান্স দেখাতে হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা
Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড