England vs India: তৃতীয় দিনের শেষে ২৪৪ রানে এগিয়ে ভারত, সিরিজে সমতা ফিরবে?

Published : Jul 04, 2025, 11:18 PM ISTUpdated : Jul 04, 2025, 11:38 PM IST
India Day 3 Edgabston Test

সংক্ষিপ্ত

Edgbaston Test Match: ইংল্যান্ডের (England vs India) বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ জিতে কি সমতা ফেরাতে পারবে ভারতীয় দল? ব্যাটারদের অসাধারণ পারফরম্যান্স জয়ের আশা জাগিয়ে তুলেছে। তবে জয় পেতে হলে বোলারদের ভালো পারফরম্যান্স জরুরি।

England vs India Edgbaston Test Match: কবীর সুমনের (Kabir Suman) বিখ্যাত গানের লাইন ধার করে বলা যায়, ‘কতটা রান করলে তবে টেস্ট ম্যাচ জেতা যায়?’ হেডিংলিতে (Headingley) ইংল্যান্ডের (England vs India) বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৮৩৫ রান করার পরেও হেরে যায় ভারতীয় দল। এজবাস্টনে (Edgbaston) প্রথম ইনিংসে ৫৮৭ রান করেছে ভারত। জবাবে ইংল্যান্ড করেছে ৪০৭ রান। প্রথম ইনিংসে ১৮০ রানে এগিয়ে থাকার পর তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতীয় দলের স্কোর ১ উইকেটে ৬৪। ভারত এখন ২৪৪ রানে এগিয়ে। এই ম্যাচে এখনও দু'দিন খেলা বাকি। ফলে ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। প্রথম টেস্টে বোলারদের ব্যর্থতায় শেষ দিন ৩৫০ রান হাতে নিয়েও হেরে গিয়েছিল ভারতীয় দল। এজবাস্টনে তৃতীয় দিন ভারতের বোলারদের হতশ্রী পারফরম্যান্স দেখা গিয়েছে। ম্যাচ জিততে হলে এই পারফরম্যান্স দেখালে চলবে না।

ভারতকে ভরসা দিচ্ছেন ব্যাটাররা

এজবাস্টনে প্রথম ইনিংসে ২৬৯ রান করেন ভারতের অধিনায়ক শুবমান গিল (Shubman Gill)। ওপেনার যশস্বী জয়সোয়াল (Yashasvi Jaiswal) করেন ৮৭ রান। রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) করেন ৮৯ রান। দ্বিতীয় ইনিংসেও ব্যাটাররাই ভারতের ভরসা। তৃতীয় দিনের শেষে ২৮ রান করে অপরাজিত কে এল রাহুল (KL Rahul)। ৭ রান করে অপরাজিত থাকেন করুণ নায়ার (Karun Nair)। ২৮ রান করে আউট হয়ে গিয়েছেন যশস্বী।

ইংল্যান্ডের নায়ক জেমি স্মিথ-হ্যারি ব্রুক

শুক্রবার ৮৪ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ইংল্যান্ড। সেই পরিস্থিতিতে ৩০৩ রানের পার্টনারশিপ গড়েন জেমি স্মিথ (Jamie Smith) ও হ্যারি ব্রুক (Harry Brook)। ২০৭ বল খেলে ২১টি বাউন্ডারি ও ৪টি ওভার-বাউন্ডারির সাহায্যে ১৮৪ রান করে অপরাজিত থাকেন স্মিথ। ২৩৪ বলে ১৭টি বাউন্ডারি ও ১টি ওভার-বাউন্ডারির সাহায্যে ১৫৮ রান করেন ব্রুক। ভারতের হয়ে ৭০ রান দিয়ে ৬ উইকেট নেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। ৮৮ রান দিয়ে ৪ উইকেট নেন আকাশ দীপ (Akash Deep)। দ্বিতীয় ইনিংসে ভারতের বাকি বোলারদেরও ভালো পারফরম্যান্স দেখাতে হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম