Shubman Gill: হেডিংলি টেস্টের প্রথম দিন কালো মোজা পরায় শাস্তির মুখে শুবমান গিল!

Published : Jun 21, 2025, 04:02 PM ISTUpdated : Jun 21, 2025, 04:12 PM IST
Shubman Gill

সংক্ষিপ্ত

Indian Test Captain Shubman Gill: শুক্রবার টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের নতুন অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করেছেন শুবমান গিল। হেডিংলি টেস্ট ম্যাচের প্রথম দিন অপরাজিত শতরান করে ভারতীয় দলকে ভালো জায়গায় পৌঁছে দিয়েছেন শুবমান।

Shubman Gill black socks: টেস্ট ক্রিকেটের পোশাকবিধি লঙ্ঘনের দায়ে শাস্তি পাবেন ভারতীয় দলের অধিনায়ক শুবমান গিল? (Shubman Gill) হেডিংলি টেস্ট (Headingley Test) ম্যাচের প্রথম দিন কালো মোজা (Black socks) পরে ব্যাটিং করতে নেমেছিলেন ভারতের অধিনায়ক। এই কারণেই তিনি বিপাকে পড়ে গিয়েছেন। মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (Marylebone Cricket Club) নিয়ম অনুযায়ী, টেস্ট ম্যাচে কালো মোজা পরে খেলা যায় না। ২০২৩ সালের মে থেকে ক্রিকেটে যে নতুন পোশাকবিধি চালু হয়েছে, তার ১৯.৪৫ ধারায় বলা হয়েছে, টেস্ট ম্যাচে কোনও ক্রিকেটার সাদা, ক্রিম বা হাল্কা ধূসর রঙের মোজা পরে খেলতে নামতে পারেন। ওডিআই, টি-২০ ম্যাচে ক্রিকেটারদের ট্রাউজার্সের রং ও মোজার রং এক হতে হবে। এই নিয়ম লঙ্ঘন করেছেন শুবমান। এই কারণেই তিনি শাস্তি পেতে পারেন।

কী শাস্তি পেতে পারেন শুবমান?

কালো মোজা পরার জন্য শুবমানকে শাস্তি দেওয়া হবে কি না, তা ম্যাচ রেফারির সিদ্ধান্তের উপর নির্ভর করছে। যদি ম্যাচ রেফারি মনে করেন, ভারতের অধিনায়ক ইচ্ছাকৃতভাবে পোশাকবিধি লঙ্ঘন করেছেন, তা হলে ম্যাচ ফি-র ১০ থেকে ২০ শতাংশ জরিমানা করা হতে পারে। তবে ম্যাচ রেফারির যদি মনে হয়, অনিচ্ছাকৃত ভুলের কারণে বা হাতের কাছে সাদা মোজা না পেয়ে শুবমান কালো মোজা পরে খেলতে নামেন, তাহলে শুবমানকে শাস্তি না-ও দেওয়া হতে পারে।

অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই শতরান শুবমানের

শুক্রবার টেস্ট ক্রিকেটে ভারতের অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচ খেলতে নেমেই শতরান করেছেন শুবমান। তিনি প্রথম দিনের খেলার শেষে ১২৭ রান করে অপরাজিত ছিলেন। টেস্ট ক্রিকেটে ষষ্ঠ শতরান করলেন শুবমান। বিদেশের মাটিতে টেস্ট ম্যাচে দ্বিতীয় শতরান করলেন ভারতের অধিনায়ক। তিনি ইংল্যান্ডের মাটিতে প্রথমবার শতরান করলেন। টেস্ট ক্রিকেটে ভারতের পঞ্চম অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই শতরান করার নজির গড়লেন শুবমান। তাঁর আগে বিজয় হাজারে (Vijay Hazare), সুনীল গাভাসকর (Sunil Gavaskar), দিলীপ বেঙ্গসরকার (Sunil Gavaskar) ও বিরাট কোহলি (Virat Kohli) এই নজির গড়েন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা
Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড