
England vs India Headingley Test Match: এক দিনে ৩৫০ রান তুলে জয় পাওয়া ইংল্যান্ডের পক্ষে কঠিন। বরং ভারতীয় দল ১০ উইকেট তুলে নিয়ে জয় পেতে পারে। কিন্তু মঙ্গলবার হেডিংলি টেস্ট ম্যাচের (Headingley Test Match) শেষ দিন কি পুরো সময় খেলা হবে? লিডসে (Leeds) মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে ভারত-ইংল্যান্ড (England vs India) সিরিজের প্রথম টেস্ট সিরিজের প্রথম ম্যাচ কি ড্র হয়ে যাবে? ২০১৯ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের শেষ দিন বড় টার্গেট তাড়া করতে নেমে ভালো পারফরম্যান্স দেখিয়েছিল ইংল্যান্ড। এবারও কি বেন স্টোকসরা (Ben Stokes) সেরকম কিছু করে দেখাতে পারবেন? না কি জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ভারতীয় দলকে জয় এনে দেবেন? রোমাঞ্চকর পরিসমাপ্তির অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার স্থানীয় সময় অনুযায়ী সকাল ৯টা থেকে ১০টার মধ্যে লিডসে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরপর দুপুর দুটো নাগাদ ফের বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিন বৃষ্টির পূর্বাভাস ৮৪ শতাংশ। এদিন লিডসে ঠান্ডা আবহাওয়া থাকবে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। এদিন লিডসে সারাদিন জোরে বাতাসও বইতে পারে। বাতাসের সর্বাধিক গতি হতে পারে প্রতি ঘণ্টায় ৫৫ কিলোমিটার। সারাদিন লিডসে মেঘ ও রোদের লুকোচুরি দেখা যেতে পারে। ফলে নির্বিঘ্নে খেলা হবে কি না, তা নিয়ে সংশয় দেখা যাচ্ছে।
হেডিংলিতে ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচের প্রথম চার দিন পিচ ভালো আচরণ করেছে। পিচ থেকে সাহায্য পেয়েছেন ব্যাটাররা। বোলাররাও মাঝেমধ্যে দাপট দেখিয়েছেন। প্রথম ইনিংসে ২৩ ওভার বোলিং করেও উইকেট পাননি রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। দ্বিতীয় ইনিংসে কি তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন? উইকেটে কিছু ক্ষত তৈরি হয়েছে। এর সুযোগ কি নিতে পারবেন জাডেজা? বুমরাও ইংল্যান্ডের ব্যাটারদের বিপদে ফেলে দিতে পারেন। তিনি প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেন। জয়ের জন্য তাঁর দিকে তাকিয়ে ভারতীয় দল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।