
England vs India Test Match: বৃষ্টিই কি ভারতীয় দলকে বাঁচিয়ে দিতে পারবে? ইংল্যান্ডের বিরুদ্ধে (England vs India) সিরিজের প্রথম টেস্ট ম্যাচ কি ড্র করতে পারবেন শুবমান গিলরা? (Shubman Gill) সেই আশাই করছে ভারতীয় শিবির। বৃষ্টির জন্য ২২ মিনিট বন্ধ থাকার পর ফের শুরু হল খেলা। ২০২২ সালে টি-২০ বিশ্বকাপে (ICC T20 World Cup 2022) বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে ম্যাচেও এভাবেই চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল। তারপর বৃষ্টির জন্য বন্ধ হয়ে গিয়েছিল খেলা। বৃষ্টি থামার পর ফের খেলা শুরু হতেই ছন্দ হারায় বাংলাদেশ দল। ডাকওয়ার্থ-লুইস নিয়মে জয় পায় ভারতীয় দল। হেডিংলিতেও (Headingley) কি তেমনই কিছু হবে? ভারতের ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফ, সমর্থকরা সেই ম্যাচের পুনরাবৃত্তির আশা করছেন।
বৃষ্টির পর ফের খেলা শুরু হতেই উইকেট পেল ভারতীয় দল। জাক ক্রলিকে (Zak Crawley) ফিরিয়ে দিলেন প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna)। ১৮৮ রানের মাথায় প্রথম উইকেট হারাল ইংল্যান্ড। ১২৬ বলে ৬৫ রান করেছেন ক্রলি। ইতিমধ্যেই শতরান করে ফেলেছেন বেন ডাকেট (Ben Duckett)। ৩ নম্বরে ব্যাটিং করতে নামেন অলি পোপ (Ollie Pope)। তবে তিনিও কৃষ্ণর শিকার হন। ৮ বলে ৮ রান করে আউট হন পোপ। ২০৬ রানে দ্বিতীয় উইকেট হারাল ইংল্যান্ড।
ম্যাচ বাঁচাতে হলে আরও উইকেট নিতে হবে ভারতের বোলারদের। বিশেষ করে ডাকেট এবং ৪ নম্বরে ব্যাটিং করতে নামা জো রুটকে (Joe Root) ফিরিয়ে দিতে হবে। এরপর ব্যাটিং করতে নামবেন হ্যারি ব্রুক (Harry Brook), বেন স্টোকস (Ben Stokes), জেমি স্মিথ (Jamie Smith)। ফলে ইংল্যান্ডেরই পাল্লা ভারী। ভারতীয় দলের পক্ষে ম্যাচ বাঁচানো কঠিন। বরং জয়ের দিকে এগিয়ে চলেছে ইংল্যান্ড। ব্যাটারদের অসাধারণ পারফরম্যান্স সত্ত্বেও ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজের শুরুতেই পিছিয়ে পড়তে পারে ভারতীয় দল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।