Lauren Bell: হাসিতে 'বোল্ড' তামাম দুনিয়া, রূপের বাউন্সারে কুপোকাত করছেন এই ক্রিকেটার

গত কয়েক বছরে বিভিন্ন দেশে জনপ্রিয় হয়ে উঠেছে মহিলা ক্রিকেট। পুরুষ ক্রিকেটারদের পাশাপাশি মহিলা ক্রিকেটাররাও জনপ্রিয় হয়ে উঠেছেন। শুধু মাঠের পারফরম্যান্সই নয়, রূপের জন্যও কয়েকজন মহিলা ক্রিকেটার অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন।

Soumya Gangully | Published : Jun 28, 2024 8:24 AM IST
18
'ইংল্যান্ডের স্মৃতি মন্ধানা' হিসেবে চিহ্নিত হয়ে উঠেছেন জাতীয় দলের ক্রিকেটার লরেন বেল

ইংল্যান্ডের জাতীয় মহিলা দলের সদস্য লরেন বেলকে নিয়ে সারা বিশ্বে আলোচনা চলছে। খেলার চেয়েও লরেনের রূপ নিয়েই বেশি চর্চা হচ্ছে।

28
২৪ বছর বয়সি পেসার লরেন বেলকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা করছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা

সোশ্যাল মিডিয়ায় অনেক ভারতীয় ক্রিকেটপ্রেমীই মজা করে লিখছেন, লরেন বেলের জন্য তাঁরা এখন থেকে ইংল্যান্ডের মহিলা দলকে সমর্থন করবেন।

38
২২ বছর বয়সেই ইংল্যান্ডের হয়ে ৩ ফর্ম্যাটে খেলে ফেলেন লরেন বেল, তিনি ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন

ইংল্যান্ডের জাতীয় দলের অন্যতম সেরা পেসার হয়ে উঠেছেন লরেন বেল। ক্রিকেটের ৩ ফর্ম্যাটেই ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন তিনি।

48
আন্তর্জাতিক ক্রিকেট খেলার মাঝে সময় পেলেই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান লরেন বেল

পুরুষদের ক্রিকেটের মতো মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটের সূচি এতটা ঠাসা নয়। এই কারণে বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়ার সুযোগ পান লরেন বেল।

58
ভবিষ্যতে ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে এগোচ্ছেন লরেন বেল

মহিলাদের ক্রিকেটে অত্যন্ত শক্তিশালী দল ইংল্যান্ড। এই দলের সদস্য হিসেবে ওডিআই, টি-২০ ফর্ম্যাটে বিশ্বকাপ জেতাই লরেন বেলের লক্ষ্য।

68
ইংল্যান্ডের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিরিজ হল অ্যাশেজ, এই সিরিজেও খেলেছেন লরেন বেল

ইংল্যান্ডের হয়ে অ্যাশেজে খেলেছেন লরেন বেল। তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে সাফল্যও পেয়েছেন।

78
আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগেও খেলেন লরেন বেল

এখন বিভিন্ন দেশে মহিলাদের ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগ হয়। সেই লিগে সাফল্য পাচ্ছেন লরেন বেল।

88
২৪ বছরের একজন তরুণীর যেরকম হাসিখুশি থাকা উচিত, ঠিক সেরকমই লরেন বেল

মাঠে লড়াই করলেও, মাঠের বাইরে প্রাণোচ্ছল তরুণী লরেন বেল। এই কারণেই তিনি সবার দৃষ্টি আকর্ষণ করে নিয়েছেন।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos