Rohit Sharma: টি-২০ বিশ্বকাপে ছক্কার নতুন নজির, ক্রিস গেইলকে টপকে যেতে পারবেন রোহিত শর্মা?
এবারের টি-২০ বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে ভারতের অধিনায়ক রোহিত শর্মা। সেমি-ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধেও অসাধারণ ব্যাটিং করেছেন তিনি। ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও ভালো ইনিংস খেলে ভারতীয় দলকে চ্যাম্পিয়ন করাই রোহিতের লক্ষ্য।
Soumya Gangully | Published : Jun 28, 2024 11:26 AM / Updated: Jun 28 2024, 03:17 PM IST
এবারের টি-২০ বিশ্বকাপে দলকে সাফল্য এনে দেওয়ার পাশাপাশি একাধিক ব্যক্তিগত রেকর্ডও গড়লেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা
চলতি টি-২০ বিশ্বকাপে ওপেনিং পার্টনার বিরাট কোহলির ব্যর্থতা আড়াল করে দিচ্ছেন রোহিত শর্মা। বৃহস্পতিবার সেমি-ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধেও অসাধারণ ব্যাটিং করেছেন ভারতের অধিনায়ক।
বাবর আজমের রেকর্ড ভেঙে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে অধিনায়ক হিসেবে ৪৯-তম ম্যাচে জয় পেলেন রোহিত শর্মা
পাকিস্তানের অধিনায়ক হিসেবে ৮৫টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলে ৪৮ ম্যাচে দলকে জিতিয়েছেন বাবর আজম। সেখানে ভারতের অধিনায়ক হিসেবে ৬১টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলে ৪৯ ম্যাচ দলকে জেতালেন রোহিত শর্মা।
এবারের টি-২০ বিশ্বকাপে সর্বাধিক রানের রেকর্ড গড়ার সামনে রোহিত শর্মা
চলতি টি-২০ বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের তালিকায় ৩ নম্বরে রোহিত শর্মা। ৯ ইনিংসে ৩টি অর্ধশতরান-সহ ২৪৮ রান করেছেন ভারতের অধিনায়ক। তাঁর গড় ৪১.৩৩ এবং স্ট্রাইক রেট ১৫৫.৯৭।
টি-২০ বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক রানের রেকর্ড গড়েছেন রোহিত শর্মা
টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত ৪৩ ইনিংসে ১,২১১ রান করেছেন রোহিত শর্মা। তাঁর গড় ৩৫.৬১ এবং স্ট্রাইক রেট ১৩২.৭৮। এই টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে রোহিত।
আন্তর্জাতিক টি-২০ ম্যাচের ইতিহাসে সবচেয়ে বেশি রানের রেকর্ড রোহিত শর্মার
আন্তর্জাতিক টি-২০ ম্যাচের ইতিহাসে এখনও পর্যন্ত ১৫০ ইনিংসে ৪,২২২ রান করেছেন রোহিত শর্মা। তাঁর গড় ৩২.২২ এবং স্ট্রাইক রেট ১৪০.৮২।
টি-২০ বিশ্বকাপে ওভার-বাউন্ডারি মারার ক্ষেত্রে অর্ধশতরান করলেন রোহিত শর্মা
টি-২০ বিশ্বকাপ সেমি-ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে জোড়া ওভার-বাউন্ডারি মারেন রোহিত শর্মা। টি-২০ বিশ্বকাপে তাঁর ৫০টি ওভার-বাউন্ডারি হয়ে গেল। রোহিতের সামনে শুধু ক্রিস গেইল। টি-২০ বিশ্বকাপে ৬৩টি ওভার-বাউন্ডারি মেরেছেন গেইল।
প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে টি-২০ বিশ্বকাপের নক-আউটে অর্ধশতরান রোহিত শর্মার
টি-২০ বিশ্বকাপ সেমি-ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৯ বলে ৫৭ রান করেন রোহিত শর্মা। তাঁর আগে কোনও ভারতীয় অধিনায়ক টি-২০ বিশ্বকাপের নক-আউট ম্যাচে অর্ধশতরান করতে পারেননি।