Published : Aug 06, 2025, 01:18 PM ISTUpdated : Aug 06, 2025, 01:29 PM IST
Sourav Ganguly: পেশাদার ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বাংলা ও সর্বভারতীয় ক্রিকেট প্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁকে আবার ক্রিকেট প্রশাসনে দেখা যাবে। ক্রিকেট মহলে এই আলোচনা শুরু হয়েছে।
দাদার বদলে 'দাদা', ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলে পরিবর্তন সময়ের অপেক্ষা
সিএবি-তে পালাবদল
ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায় প্রথমবার রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের পরিবর্তে। কয়েক দশক পর সেই স্নেহাশিসের পরিবর্তেই ফের সিএবি সভাপতি হতে চলেছেন সৌরভ। তিনি বিসিসিআই (BCCI) সভাপতি পদ থেকে সরে যাওয়ার পর এতদিন ক্রিকেট প্রশাসনের বাইরে ছিলেন। এবার ক্রিকেট প্রশাসনে ফিরছেন বাংলার মহারাজ।
DID YOU KNOW ?
ফের সৌরভের প্রত্যাবর্তন
ক্রিকেটার হিসেবে জাতীয় দলে একাধিকবার প্রত্যাবর্তন ঘটিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ক্রিকেট প্রশাসনেও তাঁর প্রত্যাবর্তন হতে চলেছে।
সিএবি সূত্রে জানা গিয়েছে, সভাপতি হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন সৌরভ। সবকিছু ঠিকঠাক থাকলে তাঁর বিরুদ্ধে কোনও প্রার্থী থাকছেন না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের সিএবি সভাপতি হচ্ছেন সৌরভ। তিনি নিজেই মঙ্গলবার রাতে ইডেন গার্ডেন্সে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, সিএবি-তে ফিরছেন। ফলে এ বিষয়ে আর কোনও সংশয় নেই। আগামী মাসেই ফের সিএবি সভাপতির পদে দেখা যাবে সৌরভকে।
৪
৪ বছর সিএবি সভাপতি হিসেবে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়
২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত সিএবি সভাপতি হিসেবে কাজ করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তারপর তিনি বিসিসিআই সভাপতি হন।
36
বিসিসিআই সভাপতি পদ থেকে সরে যাওয়ার ৩ বছর পর ক্রিকেট প্রশাসনে ফিরছেন সৌরভ
চলতি মাসেই সিএবি সভাপতি সৌরভ?
সিএবি সূত্রে জানা গিয়েছে, ২০ সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভা হবে। সেই সভাতেই সিএসবি সভাপতি হিসেবে যোগ দিতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তার আগেই সিএবি সভাপতি হিসেবে তাঁর নাম ঘোষণা করা হতে পারে। এখন রাজ্যের শাসক দলের ঘনিষ্ঠ সৌরভ। ফুটবল-ক্রিকেট এবং অন্যান্য ক্রীড়া সংস্থাগুলিতে শাসক দলের প্রভাব রয়েছে। শাসক দলের 'আশীর্বাদ' ছাড়া কোনও ক্রীড়া সংস্থার গুরুত্বপূর্ণ পদাধিকারী হওয়া সম্ভব নয়। সৌরভ শাসক দলের ঘনিষ্ঠ হওয়ায় তাঁর সিএবি সভাপতি হওয়া সময়ের অপেক্ষা।
৬ বছর পর সিএবি সভাপতি পদে ফিরতে চলেছেন বাংলা ক্রিকেটের আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়
প্রশাসক সৌরভের প্রত্যাবর্তন
গ্রেগ চ্যাপেলের আমলে ভারতীয় দল থেকে বাদ পড়ার পর দক্ষিণ আফ্রিকা সফরে প্রত্যাবর্তনের জন্য কিংবদন্তি হয়ে ওঠেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ক্রিকেট প্রশাসন থেকে সরে যাওয়ার পরেও তাঁর প্রত্যাবর্তন হতে চলেছে। ২০১৯ সালে সিএবি সভাপতি থেকে বিসিসিআই সভাপতি হন সৌরভ। তিনি ২০২২ সালে বিসিসিআই সভাপতি পদ থেকে সরে যান। এবার ৬ বছর পর সিএবি সভাপতি পদে সৌরভের প্রত্যাবর্তন হতে চলেছে।
56
লোঢা কমিটির সুপারিশ মেনেই সিএবি-তে গঙ্গোপাধ্যায় ভাইদের মধ্যে ক্ষমতা হস্তান্তর
নিয়ম মেনে সরছেন স্নেহাশিস
ভারতীয় ক্রিকেটে সংস্কারের জন্য লোঢা কমিটি যে সুপারিশগুলি করেছিল, সেগুলি মেনেই চলছে সব সংস্থা। এই কারণেই সিএবি সভাপতি পদ থেকে সরে যেতে হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে। তিন বছর কোনও সংস্থার পদে না থাকায় সৌরভের ফের সিএবি সভাপতি হতে বাধা নেই। পরিস্থিতি অনুকূলে থাকলে তিনি ভবিষ্যতে ফের বিসিসিআই-এর কোনও পদেও বসতে পারেন।
66
আগামী মাসে কলকাতার এক পাঁচতারা হোটেলে সিএবি-র বার্ষিক সাধারণ সভা হতে চলেছে
সিএবি-র বার্ষিক সাধারণ সভা
২০ সেপ্টেম্বর ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারে এক পাঁচতারা হোটেলে সিএবি-র বার্ষিক সাধারণ সভা হতে চলেছে। তার আগে এক সপ্তাহ আগে বর্তমান পদাধিকারীদের শেষ বৈঠক হবে। বিভিন্ন পদে মনোনয়নও জমা দেবেন প্রার্থীরা। তবে সব প্রার্থীকে ছাপিয়ে সৌরভের মনোনয়ন ঘিরেই এখন বাংলা তথা ভারতীয় ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়েছে।