ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলে সুযোগ পেলেন দ্রাবিড় পুত্র সমিত, কবে খেলা? জানুন বিস্তারিত

এবার ডাক পেলেন ছোট দ্রাবিড়। ভারতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলে ডাক পেলেন রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) ছেলে সমিত।

এবার ডাক পেলেন ছোট দ্রাবিড়। ভারতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলে ডাক পেলেন রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) ছেলে সমিত।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ ভারতীয় (U-19 India) ক্রিকেট দলে ডাক পেলেন তিনি। উল্লেখ্য, একাধিক ফরম্যাটে ম্যাচ খেলতে হবে টিম ইন্ডিয়াকে। লাল এবং সাদা বলের ফরম্যাটে ডাক পেয়েছেন সমিত। প্রসঙ্গত, ১৮ বছর বয়সী সমিত মাইসুরু ওয়ারিয়র্সের হয়ে খেলেছেন।

Latest Videos

যদিও সমিত কিন্তু নিজের নামের প্রতি একদমই সুবিচার করতে পারেননি এই টুর্নামেন্টে। মোট ৭টি ইনিংস মিলিয়ে ৮২ রান করেছেন তিনি। গড় মাত্র ১১.৭১। গুলবর্গা মিস্টিক্সের বিরুদ্ধে সর্বোচ্চ ৩৩ রান করেন সমিত।

ভারতের অনূর্ধ্ব-১৯ দল তিনটি ৫০ ওভারের ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে। আগামী সেপ্টেম্বর মাসের ২১, ২৩ এবং ২৬ তারিখ ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। আর ৩০ সেপ্টেম্বর থেকে চারদিনের ম্যাচ শুরু হবে দুই দলের মধ্যে। মোট দুটি চারদিনের ম্যাচ খেলবে ভারত এবং অস্ট্রেলিয়া।

বাংলা থেকে কেবল একজনই জাতীয় দলে ডাক পেয়েছেন। তিনি হলেন যুধাজিৎ গুহ। একদিনের দলে সুযোগ পেয়েছেন যুধাজিৎ।

উল্লেখ্য, ক্রিকেটার রাহুল দ্রাবিড় দেশের হয়ে নিজেকে উজাড় করে দেন। বিশ্ব ক্রিকেটে যিনি ‘দ্য ওয়াল’ নামেই পরিচিত ছিলেন। জাতীয় দলের কোচ হওয়ার পরে ভারতীয় সিনিয়র দলকে টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনালে তুলেও চ্যাম্পিয়ন করতে পারেননি।

অবশেষে টি-২০ বিশ্বকাপ ক্রিকেটে ভারত বিশ্বচ্যাম্পিয়ন হয় রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে। আর টিম ইন্ডিয়াকে বিশ্বচ্যাম্পিয়ন করার পরেই কোচের হটসিট থেকে সরে দাঁড়ান রাহুল দ্রাবিড়। আর এবার রাহুল পুত্রের দিকে নজর রয়েছে সবার। অজিদের অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে কেমন পারফর্ম করেন সমিত, সেটাই এখন দেখার বিষয়।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের