Karun Nair: এবার করুণ নায়ারের ব্যাটিং নিয়ে প্রশ্ন তুলে দিলেন এই প্রাক্তন ভারতীয় তারকা?

Published : Jul 19, 2025, 01:23 AM IST
Karun Nair: এবার করুণ নায়ারের ব্যাটিং নিয়ে প্রশ্ন তুলে দিলেন এই প্রাক্তন ভারতীয় তারকা?

সংক্ষিপ্ত

Karun Nair: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে টানা খারাপ পারফরম্যান্স করায় এবার রীতিমতো সমালোচিত হচ্ছেন করুণ নায়ার। এবার তাঁর সমালোচনা করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ফারুক ইঞ্জিনিয়ার। 

Karun Nair: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে তাঁর খারাপ পারফরম্যান্স অব্যাহত! এবার করুণ নায়ারের বিরুদ্ধে মুখ খুললেন প্রাক্তন ভারতীয় তারকা ফারুক ইঞ্জিনিয়ার। দীর্ঘ বিরতির পর, ভারতীয় দলে ফিরে আসা করুণের উপর অনেকটাই প্রত্যাশা ছিল সকলের। উল্লেখ্য, ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করেন তিনি। কিন্তু জাতীয় দলে ফিরে এসে করুণ কিন্তু রীতিমতো হতাশ করেছেন সবাইকে। এখনও পর্যন্ত তিনটি টেস্ট খেলে মাত্র ২১.৮৩ গড়ে ১৩১ রান করেছেন ৩৩ বছর বয়সী এই তারকা।

করুণ ভালো শুরু করেছেন কিন্তু তা কাজে লাগাতে পারেননি 

ফারুক ইঞ্জিনিয়ারের কথায়., 'তিন নম্বরে ব্যাট করা করুণের কাছ থেকে আরও বেশি কিছু প্রত্যাশা করি। আরও বেশি রান করতে হবে ওকে। করুণ ২০-৩০ রান করেই থেমে যাচ্ছেন। আত্মবিশ্বাসের সঙ্গেই শুরু করেন করুণ এবং সুন্দর কভার ড্রাইভ খেলেন। কিন্তু তিন নম্বরে নেমে ৩০ রান নয়, সেঞ্চুরি করতে হবে। স্কোরবোর্ডে রান দরকার আরও বেশি।''

ম্যাঞ্চেস্টার টেস্টের জন্য সবচেয়ে কার্যকর ক্রিকেটারদেরকেই বেছে নেওয়ার কথাবলেছেন তিনি। তাঁর মতে, ''আমাদের সেরা একাদশ বেছে নিতে হবে। সাই সুদর্শনের খেলা আমি খুব একটা দেখিনি। যে সবথেকে বেশি অবদান রাখতে পারবে, তাঁকেই দলে নিতে হবে। নিজের দেশের হয়ে খেলছি, এই বিষয়টা সবসময় মনে রাখা উচিত।''

এদিকে চতুর্থ টেস্টের জন্য ভারতীয় দল ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছে 

বুধবার থেকে শুরু হবে চতুর্থ টেস্ট ম্যাচ। পাঁচ ম্যাচের সিরিজে টিকে থাকতে হলে, ম্যাঞ্চেস্টার জয় অপরিহার্য ভারতের জন্য। এদিকে শেষ টেস্ট ম্যাচে লর্ডসে ২২ রানের নাটকীয় জয় পেয়ে ইংল্যান্ড ২-১ ব্যবধানে এগিয়ে গেছে। এদিকে, ফাস্ট বোলার আর্শদীপ সিংয়ের চোট ভারতের জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা। অনুশীলনের সময়, নিজের বোলিংয়ে সাই সুদর্শনের শট আটকাতে গিয়ে চোট পেয়েছেন আর্শদীপ। চতুর্থ টেস্টের আগে উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থের চোট সেরে যাবে বলে আশা প্রকাশ করেছেন সহকারী কোচ রায়ান টেন দুশখাতে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম