সত্যিই যেন বাবার সুপুত্র। বল হাতে সাফল্য পেলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট তারকা সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) পুত্র অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)।
সত্যিই যেন বাবার সুপুত্র। বল হাতে সাফল্য পেলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট তারকা সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) পুত্র অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)।
গোয়ার হয়ে কেএসসিএ ইনভিটেশনল প্রতিযোগিতায় এই সাফল্য পেলেন তিনি। কর্নাটকের (Karnataka) বিরুদ্ধে ৯ উইকেট নিয়ে ম্যাচ জেতালেন বাঁ-হাতি অর্জুন। এক ইনিংস এবং ১৮৯ রানে জিতল গোয়া (Goa)।
উল্লেখ্য, কর্ণাটক দলে বেশিরভাগ অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-২৩ দলের ক্রিকেটারেরা ছিলেন। সিনিয়র দল থেকে শুধু নিকিন জোস এবং উইকেটরক্ষক শরত শ্রীনিবাস ছিলেন। অর্জুন দুই ইনিংস মিলিয়ে মোট ৯টি উইকেট নেন। প্রথম ইনিংসে ৪১ রান দিয়ে নেন ৫ উইকেট।
ফলে, মাত্র ১০৩ রানে শেষ হয়ে যায় কর্ণাটক। জবাবে ব্যাট করতে নেমে গোয়া তোলে ৪১৩ রান। শতরান করেন অভিনব তেজরানা। অন্যদিকে, মন্থন খুতকরের সংগ্রহে ৬৯ রান। দ্বিতীয় ইনিংসে কর্ণাটকের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১২১ রানে।
সেই ইনিংসেও দাপট দেখান অর্জুন। ৪৬ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন তিনি। তাঁর দাপটেই গোয়া একটি ইনিংস সহ ১৮৯ রানে ম্যাচ জিতে নেয়।
প্রসঙ্গত, আগামী সপ্তাহে ২৫ বছর বয়স হবে অলরাউন্ডার অর্জুনের। এখনও পর্যন্ত বিভিন্ন সিনিয়র দলের হয়ে মোট ৪৯টি ম্যাচ খেলেছেন তিনি। সেইসঙ্গে, নিয়েছেন ৬৮টি উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩ ম্যাচে ২১টি উইকেট রয়েছে তাঁর দখলে। শুরুতে মুম্বইয়ের হয়ে খেললেও পরে গোয়ায় চলে যান অর্জুন। এখন সেই দলের হয়েই খেলেন।
অপরদিকে, আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে পাঁচটি ম্যাচ খেলেছেন তিনি। আর নিয়েছেন তিনটি উইকেট। এবার বল হাতে আবারও দাপট দেখালেন ২২ গজে। কেএসসিএ ইনভিটেশনল প্রতিযোগিতায় কর্ণাটকের বিরুদ্ধে ৯ উইকেট নিয়ে ম্যাচ জেতালেন বাঁ-হাতি অর্জুন। ইনিংস এবং ১৮৯ রানে জয় পেল গোয়া।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।