'বাংলাকে রঞ্জি জেতানোই একমাত্র লক্ষ্য' সিএবি-র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বললেন অনুষ্টুপ

Published : Sep 15, 2024, 04:17 PM IST
Anustup Majumdar

সংক্ষিপ্ত

সিএবি-র (CAB) বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বর্ষসেরা ক্রিকেটারের সম্মান পেলেন অনুষ্টুপ মজুমদার (Anustup Majumdar)। বিশেষ করে বঙ্গ ক্রিকেটের অন্যতম নির্ভরযোগ্য একজন ব্যাটার হলেন অনুষ্টুপ মজুমদার।

সিএবি-র (CAB) বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বর্ষসেরা ক্রিকেটারের সম্মান পেলেন অনুষ্টুপ মজুমদার (Anustup Majumdar)। বিশেষ করে বঙ্গ ক্রিকেটের অন্যতম নির্ভরযোগ্য একজন ব্যাটার হলেন অনুষ্টুপ মজুমদার।

শনিবার, সিএবি-র বর্ষসেরা পুরস্কার পাওয়ার পরেও নির্লিপ্ত তিনি। তাঁর কথায়, “আমি আর নতুন এমন কী করলাম? মাঠে নেমে যা কাজ, সেটাই শুধু আমি করে যাওয়ার চেষ্টা করেছি।”

তিনি আরও যোগ করেন, “টিমের হয়ে সবাই পারফর্ম করে। তাই আমি আলাদা কিছুই করি না। হ্যাঁ, এটা ঠিক যে ঐ পরিস্থিতিতে বারবার ব‌্যাটিং করার ফলে আমার কিছুটা সুবিধা হয়। আমি জানি যে, ঐরকম সিচুয়েশনে ঠিক কী করতে হবে। তাই আলাদা কোনও চাপ অনুভব করি না আর। বলতে পারেন এই পরিস্থিতিগুলো আমাকে আরও ভালো ব‌্যাটিং করতে তাতিয়ে দেয়। তাছাড়া টিমের সিনিয়র হিসেবে বাড়তি দায়িত্ব কিছুটা নিতেই হয় আমাকে। তাই আমি শুধু সেটাই করে গেছি।”

তাঁর মতে, “দুটো ফাইনাল হেরেছি আমরা। তবে রাজকোটের হারটা আমাকে বেশি কষ্ট দেয়। ঐ ম‌্যাচটা জেতা উচিৎ ছিল আমাদের। আমার মনে হয়, আর কিছুক্ষণ ব‌্যাটিং করতে পারলে ঐ ম্যাচটা আমরা জিতে যেতাম। সেইজন্য নিজেকে এখনও ক্ষমা করতে পারিনি। তাই আমার এখন একটাই স্বপ্ন। যদি বাংলাকে রঞ্জি ট্রফি জেতাতে পারি, তাহলে মনে করব অন্তত কিছু একটা করতে পেরেছি।”

অন্যদিকে, এদিন সিএবি-র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেন্টলম‌্যান ক্রিকেটারের পুরস্কার দেওয়া হয় অভিষেক পোড়েলকে। অপরদিকে জীবনকৃতি সম্মান পান প্রণব রায় এবং রুনা বসু। এবার ঘরোয়া ক্রিকেটে সিএবি লিগ, প্রথম ডিভিশন ওয়ানডে খেতাব এবং জেসি মুখার্জি ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে ভবানীপুর ক্লাব। এদিন ট্রফি তুলে দেওয়া হয় তাদের হাতেও।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?