কোহলিকে 'বিরাট' সমর্থন পাকিস্তানের এই প্রাক্তন পেসারের! কী বললেন তিনি?

গত ১৯৯৬ সালের ক্রিকেট বিশ্বকাপের পর, প্রথমবারের জন্য পাকিস্তান কোনও বড় আইসিসি টুর্নামেন্ট আয়োজন করছে পাকিস্তান।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোহলি ফর্মে ফিরতে পারবেন বলেই আশা প্রকাশ করেছেন তিনি। আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচ। এরপর ২৩ তারিখে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত।

কোহলিকে নিয়ে আখতার বলেছেন, ''বিরাট কোহলি যদি ফর্মে ফিরতে চায়, তাহলে তাঁকে বলুন, পাকিস্তানের বিরুদ্ধে একটি ম্যাচ আছে। এটুকুই যথেষ্ট কোহলির ফর্মে ফিরে আসার জন্য। এইরকম অনেকবার দেখা গেছে এবং মেলবোর্নে কোহলি দুর্দান্ত একটি ইনিংসও খেলেছিলেন। তাছাড়া ভারত এবং পাকিস্তান আমার প্রিয় দল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত লড়াই হবে বলেই আশা করছি।"

Latest Videos

তিনি আরও যোগ করেন, ''ভারতের হয়ে কোহলি রান করবেন এবং পাকিস্তানের হয়ে বাবর আজম রান করবেন। এছাড়া শাহীন, নাসিম, যশপ্রীত বুমরা একাধিক উইকেট নেবেন। সাইম আইয়ুব এখন বাইরে আছেন। তাঁর ঠিক কী অবস্থা, এখনও স্পষ্ট নয়। সাইমের সাথে ফকর জামান যদি ওপেন করেন, তাহলে পাকিস্তানের জন্য ভালো হবে।''

উল্লেখ্য, গত ১৯৯৬ সালের ক্রিকেট বিশ্বকাপের পর, প্রথমবারের জন্য পাকিস্তান কোনও বড় আইসিসি টুর্নামেন্ট আয়োজন করছে পাকিস্তান। যদিও ভারত তাদের ম্যাচগুলি দুবাইতে খেলবে। বাকি ম্যাচগুলি লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে।

গত ২০২৩ সালে, একদিনের বিশ্বকাপে ভারত পাকিস্তানকে হারিয়েছিল। তবে ২০১৭ সালে, ওভালে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তান আবার ভারতকে হারিয়ে দিয়েছিল। কিন্তু এইসবের মাঝেই এবার কোহলিকে 'বিরাট' সমর্থন পাকিস্তানের এই প্রাক্তন পেসারের। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

দায়ী কে? কেমন আছে ৩ প্রসূতি মাম্পি, মিনারা ও নাসরিন? দেখুন | Kolkata News | Saline Controversy
‘West Bengal-এ নিয়ম মানলে ১০ লক্ষ মানুষ গৃহহীন হয়ে যাবে’ বিস্ফোরক মন্তব্য Samik Bhattacharya-র
মুহূর্তেই ধসে গেল গোটা ফ্লাট! সামনে আসলো সেই ভয়াবহ মুহূর্তের ভিডিও, দেখুন | Baghajatin Latest News
'সাধু হয়ে গেছে! জ্ঞানেশ্বরী উড়িয়েছিল, আজ এখানে ভাষণ দিচ্ছে' | Suvendu Adhikari | Bangla News |
প্রসূতি মৃত্যুর ঘটনায় Medinipur মেডিক্যাল কলেজ পরিদর্শনে June Malia, দেখুন কী বললেন