
Danish Kaneria: মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) রাজধানী ওয়াশিংটন ডি সি-তে (Washington, DC) গিয়ে পাকিস্তানে (Pakistan) সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে সরব হলেন প্রাক্তন ক্রিকেটার দানিশ কানেরিয়া (Danish Kaneria)। ৪৪ বছর বয়সি এই প্রাক্তন লেগৃস্পিনার ওয়াশিংটন ডি সি-তে মার্কিন কংগ্রেসের এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েেছেন। তাঁর দাবি, পাকিস্তানে কোনওদিন সম্মান পাননি। তাঁর প্রতি সবসময় অবিচার হয়েছে। এই কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে বৈষম্য নিয়ে সরব হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই প্রাক্তন ক্রিকেটার বলেছেন, ‘আমরা সবাই পাকিস্তানে কী ধরনের পরিস্থিতিতে দিন কাটিয়েছি, সেই অভিজ্ঞতা জানাতে এখানে এসেছি। আমরা বৈষম্যের শিকার হয়েছি। আজ আমরা তার বিরুদ্ধে সরব হচ্ছি। আমিও অনেকবার বৈষম্যের শিকার হয়েছি। আমার কেরিয়ার শেষ করে দেওয়া হয়েছিল।’
সংখ্যালঘু বলেই বৈষম্যের শিকার
কানেরিয়ার দাবি, ‘আমি কোনওদিন সম্মান পাইনি। পাকিস্তানের অন্য ক্রিকেটাররা যে সম্মান পেয়েছে, তা আমি কোনওদিন পাইনি। এই বৈষম্যের কারণেই আজ আমি মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছি। আমরা এ বিষয়ে সচেতনতা তৈরি করার লক্ষ্যে এসেছি। আমাদের কীরকম দুর্দশার মধ্যে দিন কাটাতে হয়েছে, সে বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে অবগত করতে চাই। এ বিষয়ে যেন ব্যবস্থা নেওয়া হয়, সেটাই আমাদের আর্জি।’
ধর্মান্তকরণের চেষ্টা হয়েছিল
২০২৩ সালে এক সাক্ষাৎকারে কানেরিয়া দাবি করেছিলেন, তাঁকে ধর্মান্তরিত করার চেষ্টা করেছিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। সেই সময় ইনজামাম-উল-হক ও শোয়েব আআখতার ছাড়া আর কেউ তাঁর পাশে দাঁড়াননি। কানেরিয়া বলেন, ‘শাহিদ আফ্রিদি-সহ পাকিস্তানের অনেক ক্রিকেটারই আমাকে বিপদে ফেলার চেষ্টা করেছিল। ওরা আমার সঙ্গে বসে খেত না। শাহিদ আফ্রিদি সবসময় আমাকে ধর্মান্তরণের কথা বলত। ও অনেকবার আমাকে ধর্মান্তরিত করার চেষ্টা করেছিল। ইনজামাম-উল-হক কখনও এসব কথা বলেননি। শোয়েব আখতারও আমাকে সাহায্য করেছিলেন।’ এবার মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে অবিচার নিয়ে সরব হলেন কানেরিয়া। এরপর তিনি পাকিস্তানে ফিরবেন কি না স্পষ্ট নয়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।