Pakistan Cricket: ভারতীয় মুদ্রায় ম্যাচ ফি ৩,০০০ টাকা! ভিখারির দশা বাবর আজমদের

Pakistan Cricket Board: নিজেদের দেশে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করে লাভের মুখ দেখতে পায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। ফলে তাদের আর্থিক দৈন্য প্রকট হয়ে গিয়েছে।

Pakistan Cricket Board: ভিখারির দশা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board)। নিজেদের দেশে ঘটা করে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ (ICC Champions Trophy 2025) আয়োজন করার পর এখন আর ক্রিকেটারদের দেওয়ার মতো টাকা নেই। ফলে পাকিস্তানের ন্যাশনাল টি-২০ কাপে (National T20 Cup) ম্যাচ ফি কমিয়ে হাস্যকর জায়গায় নিয়ে আসা হয়েছে। এই টুর্নামেন্টে যাঁরা খেলবেন, তাঁরা প্রতি ম্যাচে ৩৫ মার্কিন ডলার করে পাবেন। ভারতীয় মুদ্রা অনুযায়ী যা তিন হাজার টাকার কাছাকাছি। পাকিস্তানের মুদ্রায় ৩৫ মার্কিন ডলার ১০,০০০ টাকার মতো। পাকিস্তানে মুদ্রাস্ফীতির যা হাল, তাতে এই অর্থ কিছুই না। ভারতে যে কোনও পর্যায়ের জাতীয় স্তরের ক্রিকেট টুর্নামেন্ট খেলে এর চেয়ে অনেক বেশি টাকা পাওয়া যায়। রঞ্জি ট্রফিতে আরও বেশি ম্যাচ ফি পাওয়া যায়। পিসিবি কর্তারা যতই আস্ফালন করুন না কেন, তাঁদের করুণ দশা স্পষ্ট।

ক্ষুব্ধ শোয়েব আখতার

Latest Videos

ন্যাশনাল টি-২০ কাপের ম্যাচ ফি নিয়ে ক্ষুব্ধ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার (Shoaib Akhtar)। তিনি এক অনুষ্ঠানে ক্ষোভপ্রকাশ করেছেন। পিসিবি কর্তাদের তোপ দেগে শোয়েব বলেছেন, 'পাকিস্তানের ক্রিকেটের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। আমার অত্যন্ত দুঃখ হচ্ছে।' পাকিস্তানের ক্রিকেট মহল শোয়েবের মতোই ক্ষুব্ধ। গত বছর ন্যাশনাল টি-২০ কাপে ম্যাচ ফি ছিল পাকিস্তানের মুদ্রায় ৪০,০০০ টাকা। এবার তা অনেক কমে গিয়েছে। পাকিস্তানের ক্রিকেট মহলের অনেকে বলছেন, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ আয়োজন করতে গিয়ে কার্যত দেউলিয়া হয়ে গিয়েছে পিসিবি। ভাঁড়ারে যা অর্থ ছিল সবই শেষ হয়ে গিয়েছে। ফলে এখন ক্রিকেটারদের ম্যাচ ফি দেওয়ার অর্থও নেই।

হাস্যকর যুক্তি পিসিবি-র

পিসিবি-র এক কর্তা অবশ্য দাবি করেছেন, ‘আর্থিক সমস্যার জন্য ন্যাশনাল টি-২০ কাপে ম্যাচ ফি কমানো হয়নি। আরও অনেক ঘরোয়া টুর্নামেন্ট আছে। সেই টুর্নামেন্টগুলিতে খেলে ক্রিকেটাররা অর্থ রোজগার করতে পারবে।’ কিন্তু সেই টুর্নামেন্টগুলিতেও যে ম্যাচ ফি কমানো হবে না, সে বিষয়ে নিশ্চয়াত দিতে পারেননি এই পিসিবি কর্তা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'পাপ দূর হয়েছে, হলদিয়ার BJP কর্মীরা আজ খুশি' শুভেন্দুর নিশানায় কে? দেখুন | Suvendu Adhikari
‘Mamata Banerjee কারোর নয় ভোটের জন্য Hindu-Muslim করেন’ চরম তুলোধোনা Adhir Ranjan Chowdhury-র
‘পিতৃপরিচয় সঠিক থাকলে আমাকে ছুঁয়ে দেখাক!’ Suvendu Adhikari-র সরাসরি চ্যালেঞ্জ Humayun Kabir-কে
'রাজ্য টাকা দিয়ে স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে', হিরণের অভিযোগে সিলমোহর বিধানসভার স্পিকারের
Yogi Adityanath : হোলির দিনে বিরোধীদের আক্রমণ যোগীর, দেখুন কী বলছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী