
India vs South Africa 2nd Test: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলতে নামছে ভারত। তবে এই ম্যাচের প্রথম একাদশে পরিবর্তন আসতে চলেছে। এমনিতেই প্রথম টেস্টে পরাজিত হয়ে বেজায় চাপে আছে ভারত।
সূত্রের খবর, দলে দুটি পরিবর্তন আসতে চলেছে। অধিনায়ক শুভমান গিলের চোট। তিনি সম্ভবত দলে থাকবেন না। শোনা যাচ্ছে, গিল ফিটনেস পরীক্ষা দিলেও দ্বিতীয় টেস্টে তাঁর খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
গিলের অনুপস্থিতিতে সহ-অধিনায়ক ঋষভ পন্থ দ্বিতীয় টেস্টে ভারতকে নেতৃত্ব দেবেন। মনে করা হচ্ছে, গিলের পরিবর্তে ব্যাটিং অর্ডারে সাই সুদর্শন বা দেবদূত পাডিক্কাল সুযোগ পেতে পারেন। তবে সাই সুদর্শনের প্রথম একাদশে আসার সম্ভাবনাই বেশি। এদিকে সাই সুদর্শন প্রথম একাদশে এলে তিন নম্বরেও পরিবর্তন আসতে পারে।
প্রথম টেস্টে তিন নম্বরে খেলা ওয়াশিংটন সুন্দর মিডল অর্ডারে চলে যাবেন। সুদর্শন তিন নম্বরে নামবেন। গিলের চার নম্বর পজিশনে ধ্রুব জুরেল ব্যাট করতে নামবেন বলে মনে করা হচ্ছে। কলকাতায় চার স্পিনার নিয়ে নামার সিদ্ধান্ত বুমেরাং হওয়ায় এবার বোলিং লাইন আপেও পরিবর্তন আনা হবে।
অক্ষর প্যাটেল বা কুলদীপ যাদবের পরিবর্তে নীতীশ কুমার রেড্ডি প্লেয়িং ইলেভেনে আসতে পারেন। গুয়াহাটির পিচে প্রথম দুদিন পেসাররা ভালো বাউন্স পাবেন বলে আশা করা হচ্ছে। এই পরিস্থিতিতে অক্ষরের পরিবর্তে নীতীশের খেলার সম্ভাবনাই কিছুটা বেশি। পেস আক্রমণে যশপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজ থাকতে পারেন।
উল্লেখ্য, কলকাতায় প্রথম টেস্ট পরাজিত হয়ে ভারত দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে। তাই আগামীকাল শুরু হতে চলা দ্বিতীয় টেস্টে জিততে না পারলে ভারত এই সিরিজে হারবে। আর যদি ম্যাচ ড্র হয়, তাহলে দক্ষিণ আফ্রিকা সিরিজ জিতে যাবে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের জন্য ভারতের সম্ভাব্য প্রথম একাদশ: যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, ধ্রুব জুরেল, ঋষভ পন্থ (অধিনায়ক এবং উইকেটকিপার-ব্যাটার), রবীন্দ্র জাদেজা, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।