Sunil Gavaskar: সুনীল গাভাসকার বেছে নিলেন এশিয়া কাপের প্রথম একাদশ, আছেন সঞ্জু এবং গিল?

Published : Aug 21, 2025, 12:28 AM IST
Sunil Gavaskar: সুনীল গাভাসকার বেছে নিলেন এশিয়া কাপের প্রথম একাদশ, আছেন সঞ্জু এবং গিল?

সংক্ষিপ্ত

Sunil Gavaskar: যেকোনও পজিশনে ব্যাট করতে পারেন সঞ্জু এবং শুভমান গিল ও অভিষেক শর্মা যদি ওপেনার হন, তাহলে সঞ্জুকে মিডল অর্ডারে খেলানো যাবে বলে মন্তব্য করেছেন গাভাসকার।

Sunil Gavaskar: এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষণার পর, ওপেনার হিসেবে সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মাকে রাখা হলেও সহ-অধিনায়ক ও ওপেনার হিসেবে শুভমান গিলকেও দলে নেওয়া হয়েছে। সহ-অধিনায়ক হওয়ায় গিল স্বাভাবিকভাবেই প্রথম একাদশে থাকবেন এবং টি-২০ র‍্যাঙ্কিং-এর শীর্ষে থাকা অভিষেক শর্মাও প্রথম একাদশে স্থান পাবেন বলে আশা করছেন অনেকে। 

ভারতের সম্ভাব্য প্রথম একাদশ ঘোষণা করেছেন

ফলে, সঞ্জুর প্রথম একাদশে সুযোগ পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছিল। কিন্তু সঞ্জু এবং গিল দুজনকেই প্রথম একাদশে খেলানো সম্ভব বলে মন্তব্য করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকার। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এশিয়া কাপের জন্য ভারতের সম্ভাব্য প্রথম একাদশ ঘোষণা করেছেন।

সঞ্জুর যেকোনো পজিশনে ব্যাট করার প্রতিভা আছে এবং শুভমান গিল ও অভিষেক শর্মা যদি ওপেনার হন, তাহলে সঞ্জুকে মিডল অর্ডারে খেলানো যাবে বলে গাভাসকার জানিয়েছেন। তিলক ভার্মা তিন নম্বরে এবং সূর্যকুমার যাদব চার নম্বরে এলে হার্দিক পান্ডিয়াকে ছয় নম্বরে রেখে সঞ্জুকে পাঁচ নম্বরে খেলানো যেতে পারে বলে মত তাঁর। এমনিতেই প্রতিভাবান ক্রিকেটার সঞ্জু স্যামসন। 

সঞ্জু উইকেটকিপিংটাও ভালো করে পারেন

তাই তাঁকে এইভাবে বাদ দেওয়ার কোনো কারণ নেই বলেই মনে করছেন সুনীল গাভাসকার। তাছাড়া সঞ্জু উইকেটকিপিংটাও ভালো করতে পারেন। এমনিতে আগেও সঞ্জু মিডল অর্ডারে ব্যাট করেছেন। তাই তাঁর ব্যাপারে বিশেষ চিন্তার কিছু নেই বলেই গাভাসকার মনে করছেন।

বোলারদের মধ্যে হর্ষিত রানার প্রথম একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা কিছুটা কম। অন্যদিকে, যশপ্রীত বুমরা ও আর্শদীপ সিং, হার্দিক পান্ডিয়ার সঙ্গে ভারতের পেস আক্রমণ গড়বেন বলে গাভাসকার জানিয়ে দিয়েছেন। স্পিনার হিসেবে কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী স্পিন বোলিং-এর দায়িত্ব সামলাবেন। তবে জীতেশ শর্মা, হর্ষিত রানা, রিঙ্কু সিং, শিবম দুবে-র একাদশে সুযোগ পাওয়া কঠিন হবে বলেও গাভাসকার মন্তব্য করেছেন। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Messi in Delhi: দিল্লীতে মেসির সঙ্গে দেখা করতে পারেন বিরাট? স্ত্রী অনুষ্কাকে নিয়ে দেশে ফিরলেন কোহলি
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: তৃতীয় টি-২০ ম্যাচে সহজ জয়, সিরিজে এগিয়ে গেল ভারতীয় দল