Glenn Maxwell retirement: একদিনের ক্রিকেটকে 'আলভিদা' জানালেন ম্যাক্সওয়েল, অবসর বিশ্বজয়ী অলরাউন্ডারের

Published : Jun 02, 2025, 04:30 PM ISTUpdated : Jun 02, 2025, 07:48 PM IST
Glenn Maxwell

সংক্ষিপ্ত

Glenn Maxwell retirement: একদিনের ক্রিকেটকে বিদায় জানালেন অস্ট্রেলিয়ান তারকা গ্লেন ম্যাক্সওয়েল। সোমবার, তিনি এই সিদ্ধান্তের কথা জানান। 

Glenn Maxwell retirement: আজ থেকে ঠিক দুই বছর আগে ভারতের মাটিতে একদিনের বিশ্বকাপ জয়ের নেপথ্য অন্যতম নায়ক ছিলেন এই অস্ট্রেলিয়ান তারকা। এবার সেই একদিনের ক্রিকেট থেকেই অবসর নিলেন গ্লেন ম্যাক্সওয়েল (glenn maxwell retirement)। 

৫০ ওভারের ক্রিকেটে তাঁর ১৩ বছরের ক্যারিয়ারের সমাপতন বলা চলে। প্রসঙ্গত, চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হতেই অস্ট্রেলিয়ার আরও দুই তারকা ক্রিকেটার স্টিভ স্মিথ এবং মার্কাস স্টয়নিস একদিনের ক্রিকেট থেকে অবসর নেন। এবার সেই তালিকায় নিজেকে যুক্ত হলেন গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার ২০১৫ এবং ২০২৩ সালের একদিনের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি (glenn maxwell retirement from odi)।

চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীনই অবসরের ইঙ্গিত দিয়েছিলেন ম্যাক্সওয়েল

অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলিকে তিনি এই কথা আগেই জানিয়েছিলেন। আগামী ২০২৭ সালের একদিনের ক্রিকেট বিশ্বকাপ পর্যন্ত খেলতে পারবেন না বলে জানান ম্যাক্সওয়েল। ওদিকে গত ২০২২ সালে, একটি দুর্ঘটনায় পা ভেঙে গেছিল ম্যাক্সওয়েলের। আর তারপর থেকেই মাঝেমধ্যেই তাঁর পায়ে সমস্যা তৈরি হয়েছে। এবার সেই সমস্যার কথাই বেইলিকে জানিয়েছিলেন ম্যাক্সওয়েল।

তাছাড়া ২০১২ সালে, অস্ট্রেলিয়ার একদিনের দলে অভিষেক হয়েছিল ম্যাক্সওয়েলের। একদিনের ক্রিকেটে ১৪৯টি ম্যাচ খেলেছেন তিনি এবং সংগ্রহে ৩৯৯০ রান। গড়ে ৩৩.৮১ রান করেছেন গ্লেন। তাঁর ঝুলিতে রয়েছে ৪টি শতরান ও ২৩টি অর্ধশতরান। এছাড়া বল হাতে ৭৭টি উইকেটও নিয়েছেন এই বিধ্বংসী এই অলরাউন্ডার।

তবে গ্লেন ম্যাক্সওয়েল তাঁর ক্যারিয়ারের সবথেকে গুরুত্বপূর্ণ ইনিংসটি খেলেন ২০২৩ সালের একদিনের ক্রিকেট বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে। কারণ, সেই ম্যাচে একটা সময় আসে, যখন মনে হচ্ছিল, আফগানিস্তানের কাছে হেরে সেই বিশ্বকাপ থেকেই বিদায় নেবে অস্ট্রেলিয়া। 

কিন্তু সেই পরিস্থিতি থেকে অস্ট্রেলিয়াকে লড়াইতে ফিরিয়ে নিয়ে আসেন তিনি এবং তাও কিনা পায়ে ক্র্যাম্প নিয়ে। খেলেন অপরাজিত ২০১ রানের ঝকঝকে ইনিংস। কার্যত, একার কাঁধে দলকে জিতিয়েছিলেন তিনি। পরে অবশ্য ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। সেই ফাইনালের জয়সূচক রানটিও এসেছিল ম্যাক্সওয়েলের ব্যাট থেকেই।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে