
IPL 2025 Qualifier 2 Punjab Kings vs Mumbai Indians: আইপিএল-এর (IPL 2025) কোয়ালিফায়ার টুয়ে (Qualifier 2) বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে বিশাল স্কোর করল মুম্বই ইন্ডিয়ানস (Mumbai Indians)। নির্ধারিত ২০ ওভারের শেষে মুম্বইয়ের স্কোর ৬ উইকেটে ২০৩। ভালো ব্যাটিং করলেন ওপেনার জনি বেয়ারস্টো (Jonny Bairstow), ৩ নম্বরে ব্যাটিং করতে নামা তিলক ভার্মা (Tilak Varma), ৪ নম্বরে ব্যাটিং করতে নামা সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। শেষদিকে ঝড় তুললেন নমন ধীর (Naman Dhir)। আইপিএল-এর ইতিহাসে কোনও ম্যাচে ২০০-এর বেশি রান করার পর হারেনি মুম্বই ইন্ডিয়ানস। ফলে এবারও জয়ের আশায় ৫ বারের চ্যাম্পিয়নরা। এই ম্যাচ জয় পেলে মঙ্গলবার ষষ্ঠ আইপিএল খেতাবের লক্ষ্যে লড়াই করতে নামবেন তিলক-সূর্যকুমাররা।
এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer)। টসের পরেই বৃষ্টি নামে। এই কারণে ম্যাচ শুরু হতে অনেক দেরি হয়। তবে ওভার সংখ্যা কমানো হয়নি। মুম্বই ইন্ডিয়ানসের তারকা ওপেনার রোহিত শর্মা (Rohit Sharma) ইনিংসের তৃতীয় ওভারে ৭ বল খেলে ৮ রান করে আউট হয়ে গেলেও, অপর ওপেনার বেয়ারস্টো ২৪ বলে ৩৮ রান করেন। তিলক ২৯ বলে ৪৪ রান করেন। সূর্যকুমার ২৬ বলে ৪৪ রান করেন। অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ১৩ বলে ১৫ রান করেন। ১৮ বলে ৩৭ রান করেন নমন। ৪ বলে ৮ রান করে অপরাজিত থাকেন রাজ বাওয়া (Raj Bawa)। ০ রানে অপরাজিত থাকেন মিচেল স্যান্টনার (Mitchell Santner)।
কোয়ালিফায়ার ওয়ানে পাঞ্জাব কিংসকে হারিয়ে আইপিএল ফাইনালে পৌঁছে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। এবার মুম্বই ইন্ডিয়ানসও ফাইনালে পৌঁছে গেলে বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে রোহিত শর্মার (Rohit Sharma) লড়াই দেখা যাবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।