ICC U-19 Women's T20 WC: গোঙ্গাদি ত্রিশার দুরন্ত সেঞ্চুরিতে ভর করে বড় জয় ভারতের

Published : Jan 28, 2025, 06:58 PM IST
ICC U-19 Women's T20 WC: গোঙ্গাদি ত্রিশার দুরন্ত সেঞ্চুরিতে ভর করে বড় জয় ভারতের

সংক্ষিপ্ত

মাত্র ৫৩ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। 

অনূর্ধ্ব-১৯ মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে স্কটল্যান্ডকে ১৫০ রানে পরাজিত করে সেমিফাইনালে জয় ভারতের। প্রথমে ব্যাট করে ওপেনার গোঙ্গাদি ত্রিশার সেঞ্চুরির সুবাদে ২০ ওভারে ১ উইকেট হারিয়ে ২০৮ রান তোলে ভারত। জবাবে স্কটল্যান্ড ১৪ ওভারে মাত্র ৫৮ রানেই শেষ হয়ে যায়। 

মাত্র ৫৩ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-২০ ক্রিকেট বিশ্বকাপে, কার্যত রেকর্ড গড়লেন ত্রিশা। মোট ৫৯ বলে ১১০ রান করে অপরাজিত থাকেন ত্রিশা। শুধু তাই নয়, দুই ওভারে মাত্র ছয় রান দিয়ে তিন উইকেট নিয়ে বোলিংয়েও দুর্দান্ত পারফর্ম করেন তিনি। 

 

এদিন টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারতের হয়ে ত্রিশা এবং কমলিনী ওপেনিং জুটিতে ১৩.৩ ওভারে ১৪৭ রান যোগ করেন। মোট ১৩টি চার এবং চারটি ছয় ছিল ত্রিশার ইনিংসে। অন্যদিকে, ৪২ বলে ৫১ রান করা কমলিনী আউট হওয়ার পর, ২০ বলে ২৯ রান করা সানিকা চালকের সঙ্গে জুটি বেঁধে ত্রিশা ভারতের স্কোর ২০০-র গণ্ডি ছাড়িয়ে নিয়ে চলে যান।

 

এদিকে জবাবে ব্যাট করতে নেমে স্কটল্যান্ডের মাত্র চারজন ব্যাটার দুই অঙ্কের রানে পৌঁছতে পারেন। পিপ্পা কেলি এমা ওয়ালসিংহ্যাম, পিপ্পা স্প্রোল এবং নাইমা শেখ ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

এই ম্যাচে ভারতের হয়ে আয়ুষি শুক্লা তিন ওভারে আট রান দিয়ে চার উইকেট নেন। বৈষ্ণবী শর্মা পাঁচ রানে এবং ত্রিশা ছয় রানে তিনটি করে উইকেট দখল করেন। অপরদিকে মাইথিলি বিনোদ তিন ওভারে ২০ রান দিলেও কোন উইকেট পাননি। টানা চতুর্থ জয়ের সঙ্গে আট পয়েন্ট নিয়ে ভারত বড় জয় পেল। 
 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: প্রথম টি-২০ ম্যাচেই বাজিমাত ভারতের, ১০১ রানে পরাজয় দক্ষিণ আফ্রিকার
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০: হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরান, কটকে লড়াইয়ে ভারত