ICC Champions Trophy: প্রস্তুতি ম্যাচ ঘিরে জটিলতা! টুর্নামেন্ট শুরুর আগে মুখোমুখি ভারত-বাংলাদেশ?

Published : Jan 28, 2025, 01:33 AM IST
INDIAN CRICKET TEAM

সংক্ষিপ্ত

অবশ্য তার আগেই সেই শহরেই প্রস্তুতি সেরে নেবেন রোহিত শর্মারা।

শেষ অবধি দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছে ভারত। আগামী মাসেই শুরু হবে এই মেগা টুর্নামেন্ট।

অবশ্য তার আগেই সেই শহরেই প্রস্তুতি সেরে নেবেন রোহিত শর্মারা। কিন্তু এই টুর্নামেন্টে নামার আগে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে ভারতীয় ক্রিকেট দল।

কিন্তু কোন দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবেন রোহিত শর্মারা? সূত্রের খবর, সম্ভাব্য প্রতিপক্ষ হল বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচও রয়েছে তাদের বিরুদ্ধেই। আগামী ২০ ফেব্রুয়ারি, দুবাইতে মুখোমুখি হবে দুই দল। তবে তার আগেও একবার তারা মুখোমুখি হতে পারে প্রস্তুতি ম্যাচে।

আর সেখানেই তৈরি হয়েছে নয়া এক সমস্যা। যেহেতু কয়েকদিন পরই দুই দল মুখোমুখি হবে, তাই এই ম্যাচ আয়োজন করা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। তাছাড়া হাইব্রিড মডেলে একমাত্র ভারতই দুবাইতে খেলতে যাবে। ফলে, ভারতের বিরুদ্ধে খেলার জন্য কোনও একটি দলকে পাকিস্তান থেকে আবার দুবাই উড়ে যেতে হবে। যাত্রার ক্লান্তি এবং খরচ, এইসব সমস্যায় পড়তে হতে পারে অন্য দলকে।

তাই এতকিছু মাথায় রেখে, যে কোনও দলকেই প্রস্তুতি ম্যাচের জন্য রাজি করানো বেশ কঠিন হতে পারে বলে মত অনেকের। অবশ্য বাংলাদেশও তাদের প্রথম ম্যাচ খেলতে নামবে দুবাইতেই।

সেক্ষেত্রে বিকল্প আরেকটি উপায়ও আছে। এমন একটা দলকে বেছে নেওয়া হতে পারে, যারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতেই নামবে না। সেই হিসেবে উঠে আসছে সংযুক্ত আরব আমিরশাহীর নাম। যেহেতু তারা ঘরের মাঠে নামবে, তাই বাড়তি কোনও সমস্যাও হবে না।

বাকিটা উত্তর দেবে সময়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

টি-২০ বিশ্বকাপ ২০২৬: বাংলাদেশ বাদ পড়ার পর এবার সরে যাবে পাকিস্তান?
আইপিএল ২০২৬: ভাইরাল নেটে অনুশীলনের ছবি, প্রস্তুতি শুরু মহেন্দ্র সিং ধোনির