GT vs MI Live Updates: ওয়াংখেড়েতে দাপট গুজরাতের! মুম্বইয়ের ডেরায় ঢুকে জয় হাসিল করলেন শুভমানরা

Published : May 07, 2025, 12:40 AM ISTUpdated : May 07, 2025, 02:36 AM IST
IPL 2025

সংক্ষিপ্ত

GT vs MI Live Updates: আক্ষরিক অর্থেই যেন হাইভোল্টেজ ম্যাচ। সেই ম্যাচেই দুর্দান্ত জয় পেল গুজরাত (GT vs MI 2025)।  

GT vs MI Live Updates: ক্রিকেটের মহারণ। আইপিএল-এর (IPL 2025) অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে মঙ্গলবার, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল গুজরাত টাইটান্স বনাম মুম্বই মুম্বই ইন্ডিয়ান্স (Gujarat Titans vs Mumbai Indians)।

সেই ম্যাচেই জয় ছিনিয়ে নিল গুজরাত। এদিন টসে জিতে বোলিং নেয় তারা (live match score)। আর ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে মুম্বই। রায়ান রিকেলটন ফিরে যান মাত্র ২ রানে এবং রোহিত শর্মা করেন ৭ রান। তবে মিডল অর্ডারে উইল জ্যাকস এবং সূর্যকুমার যাদব ধরে খেলেন। জ্যাকসের সংগ্রহে ৩৫ বলে ৫৩ রানের অসাধারণ ইনিংস এবং সূর্যকুমারের ঝুলিতে ৩৫ রান (mumbai indians vs gujarat titans standings)। 

 

 

অন্যদিকে, তিলক ভার্মা করেন ৭ রানে এবং পান্ডিয়া মাত্র ১ রান করে আউট হন। নমন ধীরও খুব একটা ভালো খেলতে পারেননি। তবে শেষদিকে নেমে করবিন বশ গুরুত্বপূর্ণ ২৭ রান যোগ করেন। শেষপর্যন্ত, নির্ধারিত ২০ ওভারে, ৮ উইকেট হারিয়ে ১৫৫ রান তোলে মুম্বই (what is dls par score)।   

গুজরাতের হয়ে ২টি উইকেট নেন সাই কিশোর। এছাড়া ১টি করে উইকেট পেয়েছেন মহম্মদ সিরাজ, আরশাদ খান, প্রসিধ কৃষ্ণ, রশিদ খান এবং জেরাল্ড কোয়েটজি (mumbai indians vs gujarat titans match)। 

 

 

ব্যাট করতে নেমে হোঁচট খায় টাইটান্সরাও। ৫ রানে ফিরে যান সাই সুদর্শন। কিন্তু হাল ধরেন অধিনায়ক গিল। খেলেন ৪৩ রানের প্রয়োজনীয় ইনিংস। এছাড়া জস বাটলার করেন ৩০ রান। শেরফানে রাদারফোর্ডের সংগ্রহে ২৮, শাহরুখ খানের ঝুলিতে ৬ এবং রশিদ খান করেন ২ রান (mumbai indians vs gujarat titans timeline)। 

তবে গুজরাতের ইনিংস একাধিকবার থমকে যায় বৃষ্টির কারণে। বৃষ্টির দাপটে ওয়াংখেড়েতে খেলা বন্ধ থাকে অনেকক্ষণ। তারপর খেলা শুরু হলেও ফের বন্ধ হয়। গোটা মাঠ ঢেকে ফেলা হয় প্লাস্টিক দিয়ে। বৃষ্টি থামলে মাঠকর্মীরাও চূড়ান্ত পরিশ্রম করে মাঠকে খেলার উপযোগী করে তোলেন। সুপার সপার চালিয়ে দ্রুত মাঠ শুকিয়ে ফেলা হয়। শেষপর্যন্ত, রাত ১২.৩০ মিনিটে আম্পায়াররা আবার খেলা শুরুর অনুমতি দেন (gujarat titans vs mumbai indians)।

 

 

ডার্কওয়ার্থ লুইস নিয়মে তখন গুজরাতের টার্গেট দাঁড়ায় ১৪৭। ১ ওভারে ১৫ রান করতে হবে, এইরকম পরিস্থিতিতে ব্যাট করতে নামেন রাহুল তেওয়াটিয়া এবং জেরাল্ড কোয়েটজি। অপরদিকে, মুম্বইয়ের হয়ে বল করতে যান দীপক চাহার। প্রথম বলেই চার মারেন তেওয়াটিয়া। তারপরের বলে ১ রান হয়। তৃতীয় বলে ছয় মারেন কোয়েটজি। সেখানেই খেলা জমে যায়। তারপরের বলটিই নো-বল করেন চাহার। 

 এরপর ১ রান নেন রাহুল। কারণ, নো-বলে রানও নেন কোয়েটজি। কিন্তু পঞ্চম বলে আউট হয়ে যান কোয়েটজি। শেষ বলে ১ রান দরকার ছিল। আর সেই কাজটি সেরে দেন আরশাদ খান। যদিও রান আউটের সুযোগ ছিল, কিন্তু ব্যর্থ হয় মুম্বই। 

 

 

শেষপর্যন্ত, ৭ উইকেট হারিয়ে ১৪৭ রান তুলে নেয় গুজরাত। মুম্বইয়ের হয়ে এদিন ২টি করে উইকেট পেয়েছেন ট্রেন্ট বোল্ট, যশপ্রীত বুমরা এবং অশ্বিনী কুমার। ১টি উইকেট পেয়েছেন দীপক চাহার।    

রুদ্ধশ্বাস ম্যাচে গুজরাত টাইটান্স জয়ী ৩ উইকেটে এবং ম্যাচের সেরা শুভমান গিল।  

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

IND vs SA: একদিকে কুইন্টন ডি ককের সেঞ্চুরি এবং অন্যদিকে প্রসিধ কৃষ্ণ-কুলদীপের দাপুটে বোলিং, প্রোটিয়াদের ইনিংস শেষ ২৭০ রানে
IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা