IPL 2025: দেশের সরকারও যেন চূড়ান্ত যুদ্ধ প্রস্তুতির মুডে রয়েছে। আর এই সবকিছুর মাঝেই চলছে বিশ্বের অন্যতম সেরা টি-২০ ক্রিকেট প্রতিযোগিতা আইপিএল (IPL 2025)। কিন্তু এই যুদ্ধের আবহে কি এবার আইপিএল বন্ধ হয়ে যাবে?
এবার এই এই ইস্যুতে এবার মুখ খুলেছেন খোদ আইপিএল চেয়ারম্যান নিজেই। আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, “আমাদের কাছে দেশই সর্বোপোরি। তাই সরকার যা যা সিদ্ধান্ত নেবে, বিসিসিআই তার পাশে থাকবে। ক্রিকেট সংক্রান্ত সমস্ত সিদ্ধান্তও সরকারি সিদ্ধান্ত অনুযায়ীই নেওয়া হবে।”
তবে যুদ্ধের আবহে কি বন্ধ হবে আইপিএল? এটাও ঠিক যে, দেশের মানুষ রীতিমতো উপভোগ করছেন এই টি-২০ ক্রিকেট লিগ। এই প্রসঙ্গে অরুণ ধুমল বলছেন, “আইপিএলের পরিচালন সমিতি পুরো পরিস্থিতির উপর নজর রাখছে। একাধিক গুজব এবং নানা কথা শোনা যাচ্ছে। তবে সেইসব নিয়ে আমাদের কিছু বলার নেই। কিন্তু যদি কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় আসে, তাহলে আমরা তার জন্য প্রস্তুত আছি। দেশ এবং সরকারের পাশে আমরা সবসময় রয়েছি।”
ফলে, একটি বিষয় পরিষ্কার যে, যুদ্ধ পরিস্থিতিতে ভারত এবং পাকিস্তানের মধ্যে সব ধরনের ক্রিকেটীয় সম্পর্ক বাতিল করার যে দাবি উঠেছে, সেটিকে কিন্তু সমর্থনই জানালেন ধুমল। তাঁর কথায়, “সরকার এবং দেশের জন্য যা যা করার, আমরা সব করতে রাজি। বিসিসিআই সবসময় সরকারের সঙ্গে যোগাযোগ রেখেই কাজ করছে। দেশের স্বার্থরক্ষার উপর আর কোনও কিছুই হতে পারে না।”
আগামীদিনে দরকার হলে পাকিস্তানের সঙ্গে সমস্ত ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করতেও যে বিসিসিআই দুবার ভাববে না, সেই ইঙ্গিতও স্পষ্ট করে দিয়ে গেলেন তিনি। মানে, একদিকে আইপিএলের পরিচালন সমিতি পুরো পরিস্থিতির উপর নজর রাখছে। তবে কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় আসলে, তাহলে অবশ্যই যে তারা প্রস্তুত আছেন, তা বুঝিয়ে দিয়েছেন। অন্যদিকে, আগামীতে দরকার পড়লে পাকিস্তানের সঙ্গে সমস্ত ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করতেও তারা তৈরি আছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।