গত ম্যাচে এক ওভারে ২৯, শুক্রবার ২৮। সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে ধারাবাহিক দুর্দান্ত পারফরম্যান্স হার্দিকের।
সৈয়দ মুস্তাক আলী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে আবারও হার্দিক পান্ডিয়া শো। বরোদার হয়ে হার্দিক আবারও ছক্কার মেলা উপহার দিলেন। ত্রিপুরার বিরুদ্ধে পান্ডিয়া এক ওভারে ২৮ রান করলেন। গত ম্যাচে তামিলনাড়ুর বিরুদ্ধে এক ওভারে পান্ডিয়া ২৯ রান তোলেন।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে টিম ইন্ডিয়ার জন্য আশাজাগানো পারফরম্যান্স করছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। মুস্তাক আলী টি-টোয়েন্টিতে ছক্কার বন্যা অব্যাহত রেখেছে এই ভারতীয় অলরাউন্ডার। শুক্রবার, ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ত্রিপুরার বিরুদ্ধেও পান্ডিয়ার ব্যাটে জাদু দেখা গেল। পারভেজ সুলতানের ওভারে ৬, ০, ৬, ৬, ৪, ৬, এই ছিল হার্দিকের স্কোর। চারটি ছক্কা অনায়াসেই গ্যালারিতে পৌঁছে গেল। এই টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। টুর্নামেন্টে গুজরাটের বিরুদ্ধে ৩৫ বলে ৭৪*, উত্তরাখণ্ডের বিরুদ্ধে ২১ বলে ৪১*, তামিলনাড়ুর বিরুদ্ধে ৩০ বলে ৬৯, ত্রিপুরার বিরুদ্ধে ২৩ বলে ৪৭ রান করেছেন হার্দিক।
ম্যাচে হার্দিক পান্ডিয়া শো-এর সুবাদে ত্রিপুরার বিরুদ্ধে বরোদা ৭ উইকেটে জয়লাভ করেছে। প্রথমে ব্যাট করে ত্রিপুরা ২০ ওভারে ৯ উইকেটে ১০৯ রান করে। ৪০ বলে ৫০ রান করে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক হন অধিনায়ক মন্দীপ সিং। জবাবে বরোদা ১১.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। স্কোর: ত্রিপুরা ১০৯-৯ (২০), বরোদা: ১১৫-৩ (১১.২)। হার্দিক পাণ্ড্য ৪৭ রান করে আউট হলেও ওপেনার এবং উইকেটরক্ষক মিতেশ প্যাটেল (২৪ বলে ৩৭*) বরোদার হয়ে দুর্দান্ত খেলেন। তৃতীয় উইকেটে হার্দিক-মিতেশ জুটি ৬৪ রান যোগ করে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।