পাকিস্তানে রাজনৈতিক অশান্তি, সংঘর্ষের জেরে ওডিআই সিরিজ শেষ না করেই দেশে ফিরে গিয়েছে শ্রীলঙ্কা এ দল। এই পরিস্থিতিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
পাকিস্তানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে শুরু থেকেই সংশয় ছিল। সম্প্রতি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে রাজনৈতিক সংঘর্ষের জেরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। পাকিস্তান শাহিনস দলের বিরুদ্ধে ৫০ ওভারের ৩ ম্যাচের সিরিজ অর্ধসমাপ্ত রেখেই দেশে ফিরে গিয়েছে শ্রীলঙ্কা এ দল। পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক এবং প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফ পাকিস্তানের সদস্যরা যেভাবে হিংসাত্মক বিক্ষোভ শুরু করেছেন, তাতে পাকিস্তানের পরিস্থিতি ঘোরালো হয়ে উঠেছে। এর পরিপ্রেক্ষিতে শুক্রবারই আইসিসি বোর্ড মিটিংয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর আয়োজক দেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পাকিস্তান থেকে এই টুর্নামেন্ট সরে যাওয়ার সম্ভাবনা জোরালো।
শুরু হয়ে গিয়েছে আইসিসি বোর্ড মিটিং
ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার বিকেল সাড়ে তিনটেয় ভার্চুয়ালি শুরু হয়েছে আইসিসি বোর্ড মিটিং। এখন চলছে এই মিটিং। সন্ধে সাতটার মধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পাকিস্তানে সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে নতুন করে চাপে পড়ে গিয়েছে পিসিবি। শুধু বিসিসিআই নয়, অন্য দেশগুলির ক্রিকেট বোর্ডের কর্তারাও পাকিস্তানের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। ফলে পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি সরে যাওয়া প্রায় নিশ্চিত।
অবস্থান থেকে সরছে না বিসিসিআই
শুক্রবার আইসিসি বোর্ড মিটিং শুরু হওয়ার আগে ফের নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা। তিনি জানিয়েছেন, ‘খেলোয়াড়দের নিরাপত্তাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা এ বিষয়ে আলোচনা করছি। পরিস্থিতি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। হাইব্রিড মডেলে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ আয়োজন করা যেতে পারে। এ বিষয়েও আলোচনা চলছে। যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, খেলোয়াড়দের নিরাপত্তার কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
ভারতের জন্য হাইব্রিড মডেলেই হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি? জরুরি বৈঠকে আইসিসি
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা অব্যাহত, বিসিসিআই-এর বিরুদ্ধে ঘুষের অভিযোগ পিসিবি-র
পিসিবি-র প্রস্তাব খারিজ আইসিসি-র, পাক-অধিকৃত কাশ্মীরে হচ্ছে না চ্যাম্পিয়ন্স ট্রফি প্রদর্শন