বিচ্ছেদের গুঞ্জনে সিলমোহর দিল হার্দিক পত্নী! ভিডিও শেয়ার করে ঘর ভাঙার খবর দিলেন নাতাশা?

Published : Jul 07, 2024, 04:48 PM ISTUpdated : Jul 07, 2024, 04:51 PM IST
Natasa Stankovic-Hardik Pandya Divorce Humors

সংক্ষিপ্ত

বিচ্ছেদের গুঞ্জনে সিলমোহর দিল হার্দিক পত্নী! ভিডিও শেয়ার করে ঘর ভাঙার খবর দিলেন নাতাশা?

বহুদিন ধরে হার্দিকের সংসার ভাঙার খবরে তোলপাড় সমাজ মাধ্যম। আইপিএল থেকে ওয়ার্লড কাপ কোনও ম্যাচেই স্বামীর খেলা দেখতে মাঠে যাননি নাতাশা। তবে এ প্রসঙ্গে মুখ খোলেননি দু'জনের কেউই। টি-২০ বিশ্বকাপের পরেও একসঙ্গে দেখা দেননি এই সে সেলিব্রিটি জুটি। অনন্ত আম্বানির সঙ্গীত অনুষ্ঠানেও একাই নেচে ছিলেন হার্দিক পান্ডিয়া।

তবে অবশেষে সব জল্পনা শেষ হল। নাতাশার একটি ভিডিওতেই সব কিছু পরিস্কার হয়ে গেল। সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন নাতাশা যাতে বলা হয়েছে 'একটা কথা আবারও মনে করিয়ে দিতে চাই। ঈশ্বর লোহিত সাগরকে অপসারিত করতে পারেননি। তা দুভাগে ভাগ করে দিয়েছেন। অর্থাৎ, তিনি তোমার জন্য সমস্যাগুলো শেষ করে দেবেন না। শুধু পথ দেখিয়ে দেবেন।'

এই পোস্টের মাধ্য়মেই কি সম্পর্ক ভাঙার খবরে সিলমোহর দিলেন নাতাশা? নেটমহলে ফের প্রশ্ন উঠেছে।

তারপরেই প্রবল ভাবে বিচ্ছেদের গুঞ্জন শোনা যেতে থাকে। হার্দিকের সঙ্গে নিজের সমস্ত ছবিও ইন্সটাগ্রাম থেকে ডিলিট করে দিয়েছেন নাতাশা। নিজের নামের থেকে সরিয়ে ফেলেছেন পান্ডিয়া পদবীও।

PREV
click me!

Recommended Stories

IND vs SA: একদিকে কুইন্টন ডি ককের সেঞ্চুরি এবং অন্যদিকে প্রসিধ কৃষ্ণ-কুলদীপের দাপুটে বোলিং, প্রোটিয়াদের ইনিংস শেষ ২৭০ রানে
IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা