Rohit Sharma: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, চ্যাম্পিয়নস ট্রফিতেও নেতা রোহিত, ঘোষণা জয় শাহের

এবারের টি-২০ বিশ্বকাপের পরেই ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাট থেকে সরে যাওয়ার কথা ঘোষণা করেছেন রোহিত শর্মা। তবে তিনি ক্রিকেটের অন্য ফর্ম্যাটগুলিতে খেলবেন।

এবারের টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলকে চ্যাম্পিয়ন করার পরেই এই ফর্ম্যাট থেকে সরে যাওয়ার কথা ঘোষণা করেছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাডেজা। তবে তাঁরা টেস্ট, ওডিআই ফর্ম্যাটে খেলা চালিয়ে যাবেন। বিসিসিআই সচিব জয় শাহ এ বিষয়ে নিশ্চয়তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, আগামী বছরের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি এবং আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলের নেতৃত্বে থাকবেন রোহিতই। এই তারকা আরও কয়েক বছর আন্তর্জাতিক ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন বলে আশা করছেন বিসিসিআই সচিব। ক্রিকেটপ্রেমীরাও আশা করছেন, ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে যাবেন রোহিত।

রোহিতের প্রশংসায় জয় শাহ

Latest Videos

২০২৩ সালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওডিআই বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ভারত। তবে এবারের টি-২০ বিশ্বকাপে অপরাজিতভাবে চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। এ বিষয়ে জয় শাহ বলেছেন, ‘১০ ম্যাচ জেতার পর ২৩ নভেম্বর আমরা হৃদয় জয় করেছিলাম, কিন্তু আমরা কাপ জিততে পারিনি। ২৯ জুন রাজকোটে আমি বলেছিলাম, আমরা হৃদয় জিতব, কাপ জিতব এবং বার্বাডোজে পতাকা উত্তোলন করব। আমাদের অধিনায়ক ওখানে পতাকা উত্তোলন করেছে। এই জয়ের পর আগামী আইসিসি ইভেন্ট হল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং চ্যাম্পিয়নস ট্রফি। আমি আত্মবিশ্বাসী যে রোহিত শর্মার নেতৃত্বে আমাদের দল চ্যাম্পিয়ন হবে।’

টেস্ট চ্যাম্পিয়নশিপ অধরা ভারতের

প্রথম ২ বার আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছলেও, ২ বারই হেরে যায় ভারত। এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও পর্যন্ত ৯ ম্যাচ খেলে ৬ ম্যাচে জয় পেয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ভারত। দেশের মাটিতে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। এরপর অস্ট্রেলিয়া সফরে গিয়ে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন রোহিতরা। ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ভারতীয় দল এবারও আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছে যেতে পারে। সেই আশাই করছেন বিসিসিআই সচিব।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

MS Dhoni Birthday: ৪৩ বছর পূর্ণ করলেন, স্ত্রীর সঙ্গে বিশেষ কেক কেটে জন্মদিন পালন ধোনির, ভাইরাল ভিডিও

IND vs ZIM: দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন, তারপরেও ভারতের জার্সিতে কেন জোড়া তারা নেই?

Anant Ambani-Radhika Merchant Wedding: অনন্ত রাধিকার সঙ্গীত অনুষ্ঠানেই রোহিতদের সংবর্ধনা, দেখুন ভিডিও

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia